Entertainment

প্রয়াত জ্ঞানপীঠ পুরস্কারপ্রাপ্ত অভিনেতা গিরিশ কারনাড

চলে গেলেন বিশিষ্ট অভিনেতা তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গিরিশ কারনাড। অনেক চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে তাঁকে গোটা দেশই চিনত। তবে তিনি নাট্য ব্যক্তিত্ব হিসাবে সিনেমার অনেক আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেন। পরে সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেছেন। অভিনয় করেছেন একাধিক ভাষার সিনেমায়। সেই গিরিশ কারনাড সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ নিজের বেঙ্গালুরুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। একে একে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হতে শুরু করেছিল। অবশেষে সোমবার চলে গেলেন তিনি।

গিরিশ কারনাডকে দেখা গিয়েছিল এক থা টাইগার ও টাইগার জিন্দা হ্যায় সিনেমায় র’ আধিকারিক হিসাবে। আবার একসময়ে আরকে নারায়ণনের লেখা মালগুড়ি ডেজ সিরিয়ালে তাঁকে অভিনয় করতে দেখা গেছে। মেনস্ট্রিম সিনেমা থেকে প্যারালাল সিনেমা, সবেতেই সমান দক্ষতায় অভিনয় করেছেন তিনি। রেখে গেছেন তাঁর অভিনয়ের স্বাক্ষর। তবে জীবন শুরু করেছেন একেবারেই নাট্যমঞ্চ থেকে। তাঁকে মানুষ চিনেছেনই ১৯৬১ সালে তাঁর তৈরি নাটক ‘যাত্রী’ থেকে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সাফল্য তাঁকে এক ধাপ করে এগিয়ে দিয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

মহারাষ্ট্রের মাথেরান এলাকায় জন্ম হলেও তাঁর কর্ম ছিল কর্ণাটকে। কন্নড় ভাষাতেই তাঁর কাজ। জীবনে বহু বিরল সম্মান পেয়েছেন তিনি। ভারত সরকার তাঁকে পদ্মশ্রী ও পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেছে। ১৯৮৮ সালে পেয়েছেন জ্ঞানপীঠ পুরস্কার। এছাড়া পেয়েছেন চলচ্চিত্রে জাতীয় পুরস্কার। ৪ বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি। তারমধ্যে ৩টি ছিল সেরা পরিচালক হিসাবে। ১টি সেরা স্ক্রিনপ্লে-র জন্য। এছাড়া পুনে ফিল্ম ইন্সটিটিউটের ডিরেক্টর ছিলেন তিনি। সঙ্গীত নাটক অ্যাকাডেমি-র চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব সামলেছেন।

গিরিশ কারনাডের মৃত্যুতে ট্যুইটারে গভীর শোক ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক ব্যক্ত করে ট্যুইট করেন রাহুল গান্ধীও। গিরিশ কারনাডের মৃত্যুতে সোমবার ছুটি ঘোষণা করে কর্ণাটক সরকার। তাঁর মৃত্যুতে দেশের সংস্কৃতি জগতে শোকের ছায়া নেমে এসেছে। গিরিশ কারনাডের মৃত্যু দেশে সিনেমা ও নাট্য জগতের এক অপূরণীয় ক্ষতি বলে মেনে নিচ্ছেন সকলেই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *