Entertainment

‘রাণী রাসমণি’-র রাজচন্দ্রকে দেশে ফেরার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক

‘রাণী রাসমণি’ সিরিয়ালের দৌলতে ইতিমধ্যেই তিনি বাঙালির ঘরে ঢুকে পড়েছেন। ঘরে ঘরে পরিচিত মুখ। তিনি গাজি আবদুল নূর। যাঁকে রাণী রাসমণি সিরিয়ালে দেখা গিয়েছে রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাসের ভূমিকায়। সেই গাজি নূরকে কদিন আগেই দেখা গিয়েছিল তৃণমূলের প্রচারে। তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে প্রচারে অংশ নিতে দেখা যায় তাঁকে। এরপরই একজন বিদেশি কীভাবে ভারতের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীরা।

সেই বিতর্কের পর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খোদ গাজি নূরকে দেশে ফেরার নির্দেশ দিল। প্রসঙ্গত গাজি নূর ভারতীয় নাগরিক নন। তিনি বাংলাদেশের নাগরিক। এখানে ভিসা নিয়ে সিরিয়ালে অভিনয় করতে তাঁর আসা। তাঁর সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আগেই। তারপরও তিনি ভারতে রয়েছেন। তাই স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। ভিসায় উল্লিখিত সময় পার হওয়ার পরও ভারত না ছাড়ায় আইন মেনে গাজি নূরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

বাংলাদেশি অভিনেতা ফেরদৌস রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের প্রচার সভায় অংশ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন। তাঁকে বাংলাদেশ সরকারই দেশে ফেরত আসতে বলে। ফেরদৌস ক্ষমা চেয়ে দেশেও ফিরে যান। তারপরই বাংলাদেশের আর এক অভিনেতা গাজি নূর-এর ভিসা শেষ হওয়ার পরও ভারত না ছাড়ার জন্য এবার তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *