World

জন লেননের চুরি যাওয়া সামগ্রির হদিস পাওয়া গেল

জন লেনন। কে না চেনেন বিংশ শতাব্দীর এই কিংবদন্তি গায়ককে! ১৯৮০-তে চিরবিদায় নেওয়া সেই গায়ক এই মুহুর্তে খবরের শিরোনামে। বার্লিন পুলিশ লেননের চুরি হওয়া ১০০টি জিনিস উদ্ধার করেছে। লেননের স্ত্রী ওকো ওনোর গাড়ির চালক কোরাল কারসান এই সঙ্গীত ইতিহাসের মূল্যবান দলিলগুলি চুরি করেছিল বলে মনে করছে বার্লিন পুলিশ। ২০০৬ সালে ওকো ওনোর নিউ ইয়র্কের বাড়ি থেকে খোয়া গিয়েছিল সামগ্রিগুলি। যার মধ্যে রয়েছে লেননের ব্যবহৃত সিগারেট কেস, লেননের বিখ্যাত দু’জোড়া গোল কাঁচের চশমা, পোস্টকার্ড, ডায়েরি ও তাঁর লেখা গানের পাণ্ডুলিপি।

এদিকে কোরালকে যে গ্রেফতার করবে তার উপায় কিন্তু বার্লিন পুলিশের হাতে নেই। কারণ কোরাল এখন জার্মানির ল’ এনফোর্সমেন্টের নাগালের বাইরে। তবে ১১ বছর পর লেননের খোয়া যাওয়া সামগ্রি ফিরে পাওয়া গেছে, এটাই অনেক বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button