National

গঙ্গা ও যমুনা জীবন্ত, ভোগ করবে নাগরিক অধিকার

দেশের দুই অন্যতম প্রধান নদী গঙ্গা-যমুনা এবার থেকে নাগরিক অধিকার ভোগ করবে। এই দুই নদীকে জীবন্ত বলে রায় দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। ফলে এবার থেকে দেশের প্রত্যেক নাগরিক যে অধিকারগুলি ভোগ করেন, সেই সব অধিকার ভোগ করবে এই দুই পবিত্র নদী।

গঙ্গাকে দূষণমুক্ত করতে একটি ট্রাইব্যুনালও গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। যা নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত অধিকারের আওতাভুক্ত। গঙ্গার ধার ধরে পাথর খনন ও গঙ্গাতীরবর্তী কারখানাগুলির যাবতীয় বর্জ্য গঙ্গায় ফেলার বিরুদ্ধে একটি মামলার প্রেক্ষিতেই এই রায় দিয়েছে আদালত। গঙ্গা দূষণ রোধে নির্বিকার আচরণের জন্য কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই ভর্ৎসনা করেছে আদালত।


হালে নিউজিল্যান্ডের হোয়ানগানুই নদীকে জীবন্ত বলে আখ্যা দিয়েছে সেখানকার আদালত। উত্তরাখণ্ড আদালতের গঙ্গা-যমুনা নিয়ে রায় তারই ছায়া অনুসরণ করল বলে মনে করছেন অনেকে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button