World

শুরু হল দ্বাদশ জি২০, মোদী-জিনপিংয়ের মধ্যে সামান্য আলাপচারিতা

জি২০ সম্মেলন ঘিরে জার্মানির হামবুর্গ শহর আপাতত একটি দুর্ভেদ্য দুর্গের চেহারা নিয়েছে। কোণায় কোণায় পুলিশ। কড়া নজরদারি। মাছি গলার উপায় নেই। শুক্রবার থেকে এই শহরেই শুরু হল দ্বাদশ জি২০ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বৃহস্পতিবার বিকেলেই সেখানে পৌঁছে গেছেন। সম্মেলনে উপস্থিত থাকছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে, ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকঁর, চিনের প্রেসিডেন্ট জি জিনপিং সহ অন্যান্য রাষ্ট্রনেতারা।

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল সব দেশের রাষ্ট্রপ্রধানদের উষ্ণ অভ্যর্থনা জানান। সম্মেলনের মূল আলোচ্য বিষয় দ্বিপাক্ষিক বাণিজ্য। সঙ্গে থাকছে সন্ত্রাসবাদ। এদিন সন্ত্রাসবাদ দমন নিয়ে বক্তব্য রাখেন মোদী। এদিকে জি২০ উপলক্ষে হামবুর্গে উপস্থিত ব্রিকস রাষ্ট্রগোষ্ঠীর রাষ্ট্রনেতারা। যে ব্রিকসের অন্যতম দুই সদস্যরাষ্ট্র ভারত ও চিন। সীমান্ত সমস্যাকে কেন্দ্র করে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক হালে তলানিতে গিয়ে ঠেকেছে। এই অবস্থায় ভারত ও চিনের দুই রাষ্ট্রপ্রধানের হামবুর্গে আলাদা করে বসার সম্ভাবনা কার্যত আগেই উড়িয়ে দিয়েছিল চিন। কিন্তু এদিন প্রধানমন্ত্রী ব্রিকস রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনার পর জিনপিংয়ের সঙ্গে কথা বলেন। সেখানে দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। তবে ঠিক কী কথাবার্তা হয়েছে তা জানানো হয়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *