সকলের মাঝে বাতকর্ম লজ্জায় ফেলবে না, বড়ির দৌলতে দুর্গন্ধ বদলে যাবে চকোলেটের সুগন্ধে
অনেকসময় পরিজন, বন্ধুদের মাঝে বাতকর্ম মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তবে একটি বড়ি সেই দুর্গন্ধ বদলে চকোলেটের সুগন্ধে ভরে দেবে।
বাতকর্ম করলেও দুর্গন্ধ ছড়াচ্ছে না! বরং চকোলেটের গন্ধ ভুর ভুর করছে। একা থাকলে বা খোলা জায়গায় থাকলে বাতকর্ম অস্বস্তির কারণ হয়না। কিন্তু সকলের সঙ্গে থাকলে তা অস্বস্তির কারণ তো হয়ই। দুর্গন্ধ ছড়াতে এতটুকু সময় নেয় না। অনেকেই নাক চাপা দেন।
কিন্তু এমন যদি হয় যে বাতকর্ম হলেও দুর্গন্ধ ছড়াবে না। বরং বাতকর্মের পর দুর্গন্ধের জায়গায় ছড়িয়ে পড়বে সুগন্ধ। চকোলেটের গন্ধ। অথবা কোনও ফুলের গন্ধ। যেমন গোলাপ! চমকে ওঠার মত শোনালেও এমনটাই দাবি করেছেন এক ফরাসি নাগরিক।
প্রবীণ ওই ব্যক্তি বাতকর্মকে সুগন্ধে ভরে দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। কোনও রাসায়নিক নয়, বরং প্রকৃতি থেকে সংগ্রহ করা মৌরি, সামুদ্রিক উদ্ভিদ, গাছগাছড়া, গাছের নানা অংশকে কাজে লাগিয়ে তিনি একটি বড়ি তৈরি করেছেন। যা খেলে বাতকর্মের গন্ধ বদলে যাবে সুগন্ধে। ফলে কাউকে আর সকলের মাঝে অস্বস্তিতে পড়তে হবেনা। লজ্জিত হতে হবেনা।
ফ্রান্সে এই বড়ির চাহিদা নাকি উৎসবের মরসুমে যথেষ্ট। অনেকে এই বড়ি কেনেন। উৎসব মানেই খাওয়াদাওয়া। তার জন্য বাতকর্মের ঘনঘটা যদি বেড়েও যায় তাহলেও এই বড়ি তাঁদের সকলের মাঝে সমস্যায় পড়তে দেয়না।
সুগন্ধ বাতকর্মের জন্য ওই ফরাসী বৃদ্ধ এখন পরিচিত মুখ। তাঁকে অনেকে সান্টাক্লজ বলেও ডাকেন। একসময় বন্ধুদের সঙ্গে খাওয়াদাওয়া করতে গিয়ে বাতকর্মের কারণে সমস্যায় পড়ার পর ওই ব্যক্তি দীর্ঘ গবেষণা করে এই ম্যাজিক বড়ি তৈরি করেন।













