সমুদ্রের আড়াই কিলোমিটার গভীরে পাওয়া গেল সুন্দর ডিজাইনের কাপ ডিশ, অবাক প্রত্নতাত্ত্বিকরা
সমুদ্রের আড়াই কিলোমিটার গভীরে অনেক কাপ, ডিশ ও জগের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা। সেরামিকের তৈরি এই জিনিস নানা আকারে পাওয়া গেছে।
সমুদ্রের তলায় কত কিছুই যে লুকিয়ে আছে তার হিসাব কারও কাছে নেই। যার অনেকগুলি প্রাকৃতিক। অনেক কিছু আবার মানুষের তৈরি। এবার প্রত্নতাত্ত্বিকদের অবাক করে সমুদ্রের আড়াই কিলোমিটার গভীরে পাওয়া গেল অনেক কাপ ডিশ। যা সেরামিকের তৈরি।
এমনকি অনেক জগ ও আরও কিছু সেরামিকের জিনিসের সন্ধান তাঁরা পেয়েছেন। জলের এতটা নিচেও সুন্দর ডিজাইনের এই সেরামিকের সামগ্রিগুলি নিখুঁত অবস্থায় পাওয়া গেছে।
মনে করা হচ্ছে সপ্তদশ শতাব্দীর কোনও একটা সময় একটি জাহাজ এখানে ডুবে যায়। তখন জাহাজে থাকা এই সামগ্রিগুলিও জলের তলায় চলে যায়। কিন্তু এতদিন ধরে সেগুলি এত সুন্দর রইল কীভাবে সেটাই প্রত্নতাত্ত্বিকদের অবাক করছে।
ফ্রান্সের দক্ষিণ পূর্ব উপকূলের কাছে সমুদ্রের গভীরে নজরদারি চালিয়ে এই জাহাজটির খোঁজ পাওয়া গিয়েছে। ফ্রান্সের জলভাগে এখনও পর্যন্ত যত ডুবে যাওয়া জাহাজের খোঁজ পাওয়া গেছে তারমধ্যে এটিই সবচেয়ে গভীরে পাওয়া গেল।
জাহাজটির খবর পায় ফ্রান্সের নৌসেনা। প্রত্নতাত্ত্বিকরা এই খবর পাওয়ার পর খতিয়ে দেখা শুরু করেন। তাঁদের ধারনা জাহাজটি উল্টে যায় জলে। তারপর সেটি ডুবে যায়।
ইতালির তৈরি সেরামিকের কাপ ডিশ দেখার পর তাঁদের ধারনা জাহাজটি ইতালির কোনও বাণিজ্য জাহাজ যা ফ্রান্সে আসার সময় ডুবে যায়। খবরটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক খবরের ম্যাগাজিন নিউজউইক-এ প্রকাশিত হয়। তারপর বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমেই এই খবর জায়গা করে নিয়েছে।













