একটু বোঝার ভুলে বিমানে চড়ে অন্য মহাদেশে পৌঁছে গেলেন ২ মহিলা
নিছক বোঝার ভুল। আর তাতেই কিনা অন্য মহাদেশের একটি শহরে পৌঁছে গেলেন ২ মহিলা পর্যটক। তাঁরা যেতে চেয়েছিলেন ফ্রান্সের নিস শহরে।

কথা বোঝার ভুল। উচ্চারণের একটু এদিক ওদিক। তাতেই ২ মহিলা যে শহরে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে অন্য মহাদেশের একটি শহরে পৌঁছে গেলেন। ঘটনার শুরু রোম বিমানবন্দরে।
সেখানে ২ মার্কিন মহিলা বিমানের টিকিট কাটার সময় জানান তাঁরা যেতে চান ‘টু নিস’। নিস শহরটি ফ্রান্সে অবস্থিত। সুন্দর শহর। সেখানেই বেড়াতে যেতে বিমানের টিকিট কাটেন ২ মহিলা। কিন্তু বিমানকর্মীরা টু নিস কে তিউনিস শোনেন। তিউনিস আবার ইউরোপেই নয়। তা হল তিউনিসিয়ার রাজধানী শহর।
২ মহিলার বোর্ডিং পাসও তিউনিস শহরের জন্য বেরিয়ে যায়। তাঁদের তিউনিস যাওয়ার বিমান দেখিয়ে দেওয়া হয়। তাঁরা নিস যাচ্ছেন ভেবে সেই বিমানে চড়েও বসেন।
এদিকে হাতের টিকিট বলছে তাঁরা তিউনিস যাবেন। কারণ নিস নয়, তাঁদের রোম বিমানবন্দরে তিউনিসের টিকিট দেওয়া হয়েছে। বিমানে চড়ার পর যখন তা আকাশে তখন আশপাশের যাত্রীদের কথায় ওই ২ মহিলার সন্দেহ হয় যে তাঁরা সঠিক বিমানে ওঠেননি।
সন্দেহ হওয়ায় তাঁরা বিমানসেবিকাকে জিজ্ঞেস করেন বিমানটি ফ্রান্স যাচ্ছে কিনা। বিমানসেবিকা স্পষ্ট করে জানিয়ে দেন ফ্রান্স নয় বিমান তিউনিসিয়ার তিউনিস শহরে যাচ্ছে। যা উত্তর আফ্রিকার একটি জায়গা।
মাথায় হাত পড়ে যায় ২ মহিলার। বিমান আকাশে উড়ছে। তাঁরা ভুল বিমানে চেপে বসেছেন। আর যা পরিস্থিতি তাতে তাঁদের তিউনিসেই পৌঁছতে হবে। কারণ মাঝপথে নেমে যাওয়ার উপায় নেই!
তাঁরা অবশেষে তিউনিস পৌঁছন। তারপর সেখান থেকে ফের টিকিট কাটেন নিস শহরে যাওয়ার জন্য। আবার বিমান ধরেন। অবশেষে তাতে চেপে নিস শহরে পৌঁছন তাঁরা। তবে তিউনিস অর্থাৎ উত্তর আফ্রিকার একটি শহর ঘুরে।