বন্ধুর ব্যাগের মধ্যে লুকিয়ে জেল থেকে পালাল বন্দি
এক বন্ধুর ছুটি হয়ে গিয়েছিল। তার সাজা শেষ। সে জেল ছাড়ার সময় তারই ব্যাগে লুকিয়ে পালিয়ে গেল আর এক জেলবন্দি।

ছোটবেলায় একটি ঐতিহাসিক কাহিনি অনেকের মনেই দাগ কেটেছিল। ছত্রপতি শিবাজিকে ভুল বুঝিয়ে আগ্রায় নিয়ে এসে তাঁকে কিছু বুঝতে না দিয়ে আটক করেন ঔরঙ্গজেব। শিবাজি ভাবতে থাকেন তিনি কীভাবে পালাবেন। উপায়ও বার করেন।
একটি ফলের ঝুরিতে নিজেকে লুকিয়ে নিশ্ছিদ্র প্রহরার চোখে ধুলো দিয়ে শিবাজি পালাতে সক্ষম হন। সেই কাহিনিটি বোধহয় শুনে ফেলেছিল এক জেলবন্দি। তার সঙ্গেই সাজা ভোগ করা আর এক বন্দির সাজার মেয়াদ শেষ হলে তার ছুটি হয়।
জেল থেকে তার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে সে বেরিয়ে যায়। সেসব জিনিস নিতে ব্যাগ লাগে। সেই ছুটি পাওয়া বন্দি বন্ধুর একটি ব্যাগে ঢুকে পড়ে সে। তারপর বন্ধুর ব্যাগে লুকিয়ে সে ওই জেল থেকে বেরিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের শহর লিয়ঁ-র করবাস জেলে।
ওই ২০ বছরের বন্দি যে জেলে নেই তা অনেক পরে জানতে পারে জেল কর্তৃপক্ষ। যখন তাকে খুঁজে পাওয়া যায়না তখন টনক নড়ে তাদের। অনেক খুঁজেও জেল চত্বরে ওই তরুণের দেখা মেলেনি।
ওই জেলেরই এক বন্দির সাজা শেষে ঘরে ফেরার সুযোগকে কাজে লাগিয়ে সেও তার ব্যাগে করে জেল থেকে অতন্দ্র প্রহরার চোখে ধুলো দিয়ে পলায়নে সক্ষম হয়।
জেল কর্তৃপক্ষ এটা মেনে নিয়েছে যে এটা তাদের ভুল ও গাফিলতির ফল। সেই সঙ্গে জেলের দায়িত্বে থাকা আধিকারিকরা এও জানিয়েছেন, তাঁরা এমন ঘটনা যে ঘটতে পারে সেটাই আন্দাজ করতে পারেননি। কারণ এমন ঘটনার কথা তাঁরা কখনও দেখেননি বা শোনেননি।