World

ব্রায়ের ২ ধারে ২টি কচ্ছপ লুকিয়ে মহিলা ঢুকেছিলেন বিমানবন্দরে, বাকিটা ইতিহাস

যে কোনও নারীর ব্রায়ের ওপর থাকে পোশাক। কোনও মহিলাকে দেখে সন্দেহের অবকাশ নেই। কিন্তু ব্রায়ের ২ ধারে ২টি কচ্ছপ নিয়ে এক মহিলা হাজির হন বিমানবন্দরে।

আর পাঁচজন মহিলার মতই তিনিও হাজির হয়েছিলেন বিমানবন্দরে। কিন্তু বোঝার উপায় ছিলনা তাঁর পোশাকের মধ্যে অন্তর্বাসের নিচে কি লুকোনো রয়েছে। ব্রা তো সব নারীই পরে থাকেন। তার ওপর থাকে পোশাক। এটা খুব স্বাভাবিক দর্শন। কারও কিছু সন্দেহ করার অবকাশ নেই।

সেই আপাত স্বাভাবিক দর্শনটাই কাজে লাগানোর চেষ্টা করেন এক মহিলা। তিনি তাঁর ব্রায়ের ২ ধারে ২টি কচ্ছপ লুকিয়ে নিয়েছিলেন। কচ্ছপগুলিকে টেপ ও প্লাস্টিক দিয়ে এমনভাবে জড়িয়ে নেন যাতে তারা নড়তে না পারে।

তারপর নারীর স্তনের মতই সে ২টিকে ব্রায়ের ২ ধারে রেখে স্বাভাবিক একটা দর্শন তৈরি করেন। যা দেখে তাঁকে সন্দেহ হওয়ার কথাই নয়। কিন্তু সুরক্ষাকর্মীদের নজর এড়ানো মুশকিল। তার ওপর রয়েছে নানা যন্ত্র।

তাঁর ব্রায়ের নিচে যে অন্যকিছু রয়েছে তা ধরে ফেলেন সুরক্ষাকর্মীরা। তারপর ওই মহিলাকে তল্লাশি করে ২টি কচ্ছপকে উদ্ধার করেন তাঁরা।

ওইভাবে আষ্টেপৃষ্ঠে বাঁধার ফলে একটি কচ্ছপের দেহে আর প্রাণ ছিলনা। অন্যটি বেঁচে থাকায় সেটিকে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে।

এভাবেও যে কচ্ছপ পাচার সম্ভব সেটা দেখার পর কার্যত হতবাক হয়ে গেছেন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন-এর আধিকারিকরা। কোনও মহিলা যে মহিলাদের স্বাভাবিক দর্শনকে কাজে লাগিয়ে তাঁর অন্তর্বাসকে এভাবে ব্যবহার করতে পারেন তা তাঁদের অবাক করেছে। ফ্লোরিডার বাসিন্দা ওই মহিলাকে আটক করা হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *