World

বৃহত্তর লক্ষ্যে খেলনা গাড়িতে ৮০০ কিলোমিটার পাড়ি দিলেন ২ তরুণী

খেলনা গাড়ি নিয়ে বাড়িতে চেপে ছোটদের ঘুরতে দেখেছেন অনেকেই। কিন্তু সেই খেলনা গাড়ি নিয়ে ৮০০ কিলোমিটার যাত্রা করা দুঃসাহসের শামিল।

খেলনা গাড়ি নিয়ে ঘরময় ঘুরে বেড়ায় ছোটরা। এমনটা চেনা ছবি। এসব খেলনা গাড়ি ঘরে, বারান্দায়, দালানে, ছাদে বা খুব বেশি হলে কোনও পার্কে চলতে পারে। এতে চেপে শিশুরা গাড়ি খেলায় মেতে ওঠে। সে গাড়ি নিয়ে যে কেউ রাজপথে নেমে পড়তে পারেন, তাও আবার পূর্ণ চেহারার ২ তরুণী, তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

কিন্তু ২ তরুণী আসল গাড়ি নিয়ে না বেরিয়ে এবার বেরিয়ে পড়েছেন ২ খেলনা গাড়ি নিয়ে। যাতে তাঁরা ভাল করে বসতেও পারছেন না। কিন্তু লাল ও নীল রংয়ের সেই ২টি খেলনা গাড়ি ও তাতে সওয়ার ২ তরুণী এখন খবরের শিরোনামে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ছোট্ট গাড়িতে কোনওক্রমে বসে সেই গাড়ি চালিয়ে তাঁরা ছুটতে শুরু করেছেন। গন্তব্য বহু দূর। তাঁরা ৮০০ কিলোমিটারের ওপর পথ পাড়ি দেবেন। ২ মাসের মধ্যে ওই পথ অতিক্রম করবেন তাঁরা। ওই ২ খেলনা গাড়ি চেপে।

২ তরুণীই ফ্লোরিডার বাসিন্দা। তাঁরা ডুভাল কাউন্টি থেকে যাত্রা শুরু করেছেন। গন্তব্যে পৌঁছনোটাই তাঁদের কাছে এখন একটা চ্যালেঞ্জ। তবে তাঁরা নিশ্চিত যে তাঁরা ২ মাসের মধ্যেই গন্তব্য ছুঁতে পারবেন। তৈরি করতে পারবেন এক নয়া রেকর্ড।

তবে এই খেলনা গাড়ি নিয়ে ৮০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার ভাবনার পিছনে যেমন একটা ছেলেমানুষি লুকিয়ে আছে, তেমন এক বৃহত্তর ভাবনাও লুকিয়ে আছে।

এই যাত্রাকে সামনে রেখে তাঁরা কিছু অর্থ দান হিসাবে সংগ্রহ করছেন। তাঁদের যাত্রা শেষ হওয়া পর্যন্ত তাঁরা যে অর্থ এভাবে সংগ্রহ করতে পারবেন তা তাঁরা নেপালের রেড পান্ডা সংরক্ষণ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের পশু সংরক্ষণ সংস্থায় দান করবেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *