Kolkata

ফুটবলের মক্কায় অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রফি, দেখতে উপচে পড়ল ভিড়

ফুটবলের শহর কলকাতা। এ প্রবাদ আজকের নয়। চিরকালই ভারতীয় ফুটবলে নিজের এক অন্য জায়গা ধরে রেখেছে কলকাতা। বিশ্বমঞ্চে কলকাতার ফুটবলাররা কামাল দেখিয়েছেন। গুয়াহাটি ঘুরে ফুটবলের মক্কায় হাজির হল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রফি। আগামী ৬ অক্টোবর থেকে ভারতে বসছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের আসর। আগামী দিনের বিশ্ব ফুটবলের সেরা প্রতিভারা ফুটবল পায়ে ছুটবেন ভারতের বিভিন্ন মাঠে।

কলকাতাতে রয়েছে ১০টি ম্যাচ। হবে ‌যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১০টার মধ্যে ১টা ফাইনাল ম্যাচ। যেটা কলকাতার জন্য অবশ্যই বড় পাওনা। কলকাতার সবুজ গালিচায় প্রাণপণ লড়ে যে দল জিতবে সেই দলের হাতে উঠবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ট্রফি। তার আগে কলকাতায় ৫ দিনের জন্য এল সেই ট্রফি। রাখা হল সল্টলেকের একটি শপিং মলে। সেই ট্রফির একটা ঝলক পেতে, ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে উপচে পড়ল ভিড়। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে ফুটবল নিয়ে এই উন্মাদনাই বলে দিল কলকাতা এখনও ফুটবলের মক্কা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *