Kolkata

মমতা-চন্দ্রশেখর সাক্ষাৎ, তৃতীয় ফ্রন্টের উদ্যোগ?

২০১৯-এর লোকসভা নির্বাচন যত সামনে আসছে ততই রাজনৈতিক দলগুলি তৎপরতা বাড়াচ্ছে। কংগ্রেস তার প্লেনারি সেশনে যখন রণকৌশল নির্ধারণে মগ্ন, তখন অন্যদিকে তৃতীয় ফ্রন্টের ভাবনাও ক্রমশ জমাট বাঁধছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রবাবু নাইডুকে আগেই ফোন করেছেন। তারপর চন্দ্রবাবু নাইডু এখন তো আবার এনডিএ ছেড়ে বেরিয়েই এসেছেন। কথা হয়েছে অন্যান্য আঞ্চলিক দলগুলির সঙ্গেও। অখিলেশ যাদবের সঙ্গেও কথা হয়েছে তাঁর। নবান্নে কদিন আগেই দেখা করে গেছেন গুজরাটের পাতিদার নেতা হার্দিক প্যাটেল। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে আসছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। আগামী সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক।

বিজেপি বিরোধী জোটে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির যুক্ত হওয়া কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃতীয় ফ্রন্ট তৈরিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দৌত্য কতটা ফলপ্রসূ হয় তা সময়ই বলে দেবে। তবে তাঁর উদ্যোগে কিন্তু খামতি থাকছে না। এটা বিভিন্ন নেতানেত্রীর তাঁর সঙ্গে ফোনে কথা বলা বা সাক্ষাৎ থেকেই পরিস্কার।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

(মুখ্যমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – মমতা অফিসিয়াল)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *