তুষার যুগের পর আচমকা জেগে উঠল সে, মাঝে পার হল ১২ হাজার বছর
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর আগে। তখন পৃথিবীতে ছিল তুষার যুগ।
প্রায় ১১ হাজার ৭০০ বছর আগে শেষ হয়েছিল তুষার যুগ। তারপর যে পৃথিবী সামনে আসে তা আজও চলে চলেছে। সেই তুষার যুগে জেগে উঠেছিল হেলি গুবি। সেই শেষবার। তারপর মাঝে কেটে গেছে ১২ হাজার বছর। গোটা দুনিয়া বদলে গেছে এরমধ্যে।
শতাব্দীর পর শতাব্দী পার করেও তার ঘুমিয়ে থাকা একটা বিষয়ে অনেকটাই নিশ্চিন্ত করেছিল সকলকে যে সে আর জাগার নয়। কিন্তু এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা সকলের ধারনার বাইরে।
সেটাই হল এবার। ১২ হাজার বছর পর আচমকা জেগে উঠল ইথিওপিয়ার রাজধানী শহর আদ্দিস আবাবার ৮০০ কিলোমিটার দূরে এফার অঞ্চলে অবস্থিত হেলি গুবি আগ্নেয়গিরি।
আগ্নেয়গিরিটি থেকে ১৪ কিলোমিটার এলাকা জুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আকাশ মুখ ঢাকে আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়ার কুণ্ডলীতে। ছাই উড়তে থাকে চারধারে। বহুদূর পর্যন্ত গরম ছাই ছড়িয়ে পড়ে। দীর্ঘসময় ধরে চলে উদ্গীরণ।
প্রসঙ্গত যে স্থানে এই আগ্নেয়গিরি অবস্থিত সেখানেই মাটির তলায় রয়েছে ২টি টেকটনিক প্লেট। পাহাড়টি ১৬৪০ ফুট উঁচু। এই আগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া আশপাশের দেশেও পৌঁছে যায়।
তবে যেটা বিজ্ঞানীদের অবাক করছে তা হল এই আগ্নেয়গিরির জেগে ওঠা। ১২ হাজার বছর ঘুমিয়ে থাকা একটি আগ্নেয়গিরি যে এভাবে আচমকা জেগে উঠে সকলকে চমক দেবে সেটা তাঁরাও ভাবতে পারেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা









