Entertainment

রণবীর আলিয়ার বিয়েতে আবেগে ভাসলেন করণ, আলিয়াকে পরালেন প্রথম হেনা

আলিয়া ভাট ও রণবীর কাপুরের বহু প্রতীক্ষিত বিবাহপর্ব অবশেষে শুরু হল। সেখানে বসল চাঁদের হাট। আবেগে ভাসলেন করণ জোহর।

কবে হবে রণবীর আলিয়ার বিয়ে? আদৌ হবে তো? এমন নানা প্রশ্ন কয়েক বছর ধরে ঘুরপাক খাচ্ছিল সাধারণ মানুষের মুখেও। অবশেষে সেই বিবাহপর্ব শুরু হল।

বুধবার আলিয়ার মেহেন্দি উৎসবে রণবীর কাপুরের বান্দ্রার বাড়িতে বসল চাঁদের হাট। সেখানে সকাল থেকেই একের পর এক বলিউড তারকা হাজির হতে থাকেন।

রণবীরের ২ তুতো বোন করিশ্মা ও করিনাও হাজির হন অনুষ্ঠানে। রূপালী সাদা লেহেঙ্গায় সেজেছিলেন করিনা কাপুর খান। তাঁর দিদি করিশ্মার পরনে ছিল সোনালি পোশাক। এছাড়াও হলুদ কুর্তায় হাজির হন করণ জোহর। যাঁকে আলিয়ার ভাল বন্ধু বলেই সকলে জানেন।

Karan Johar
ফাইল : করণ জোহর, ছবি – আইএএনএস

মেহেন্দি অনুষ্ঠানে করণ জোহর আবেগে ভাসেন। তিনিই প্রথম আলিয়ার হাতে হেনা লাগিয়ে দেন। অনুষ্ঠানে মুখর হয়ে ওঠে চত্বর।


বলিউড তারকার ভিড়ে ঝলমল করছিল চারধার। রণবীর ও আলিয়া, ২ জনের পরিবারই মুম্বই সিনেমা জগতের সঙ্গে দীর্ঘকাল ধরে জড়িত। ফলে তাঁদের পরিচিত ও বন্ধুর সংখ্যা বলিউডে কম নয়।

আলিয়া তাঁর জীবনের এই বিশেষ দিনে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন। তবে এদিন যে ভেল তিনি ব্যবহার করেন সেটা সব্যসাচীর নয়। সেটি এসেছিল ভারতের আর এক নামী ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার কাছ থেকে।

২০১৮ সালে ব্রহ্মাস্ত্র সিনেমার শ্যুটিং পর্ব থেকেই রণবীর ও আলিয়া প্রেমে মজেছিলেন বলে খবর। সোনম কাপুরের বিয়েতে তাঁদের একসঙ্গে প্রথমবার দেখাও গিয়েছিল। পরবর্তীকালে আলিয়া একটি টিভি অনুষ্ঠানে প্রকাশও করেন তিনি রণবীরকেই বিয়ে করতে চান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button