Entertainment

স্বামী-স্ত্রী হলেন ভিকি ক্যাটরিনা, বিয়ের সাজে দুর্গ থেকে হাত নাড়লেন নবদম্পতি

দেশের বহু চর্চিত বিয়ে অবশেষে চূড়ান্ত পর্ব সম্পূর্ণ করল। বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ এখন নবদম্পতি। সাতপাকে বাঁধা পড়লেন ২ জনে।

দুর্গের ত্রিসীমানায় সাংবাদিক বা চিত্রগ্রাহকদের ঢোকা মানা। তবু দুর্গের বাইরেই দিনরাত এক করে সকলে অধীর অপেক্ষায় ছিলেন যদি এক টুকরো ছবি মেলে।

সেই আশা পূরণ করলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। বিয়ের পর বিয়ের সাজে তাঁরা এসে দাঁড়ালেন দুর্গের বারান্দায়। সেখান থেকেই হাত নাড়লেন চিত্রগ্রাহকদের উদ্দেশ্যে। অনেকটা দূর থেকে হলেও ছবি তুলতে দেরি করলেন না পাপারাৎজিরা।

রাজস্থানের সোওয়াই মাধোপুর জেলার সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা হোটেলে এক রাজকীয় পরিবেশে একেবারেই নিকট আত্মীয় ও কাছের বন্ধুদের নিয়ে সাতপাকে বাঁধা পড়লেন ভিকি ক্যাটরিনা। পরনে ছিল সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা বিয়ের পোশাক।

ক্যাটরিনার পরনে ছিল একেবারেই সনাতনি লাল বিয়ের পোশাক। শেরাবন্দির পর ভিকির পরনে ছিল বেবি পিঙ্ক রংয়ের শেরওয়ানি।

রাজকীয় বিয়ের আয়োজনের মধ্যে দিয়ে যাবতীয় পারিবারিক ও পারম্পরিক রীতি মেনে ভিকি ও ক্যাটরিনা বাঁধা পড়লেন বিবাহবন্ধনে। বিয়ের পরই তাঁরা দুর্গের বারান্দায় এসে হাত নাড়েন। দুজনকে বিয়ের পর ভীষণ খুশির মেজাজে পাওয়া যায়।

১২০ জন অতিথিকে সাক্ষী রেখে ভিকি ক্যাটরিনার বিয়ের পর্ব প্রায় শেষের পর্যায়। বিয়ে শেষ। এবার ফেরার পালা। শোনা যাচ্ছে আগামী ১১ ডিসেম্বর হোটেল ছাড়বেন তাঁরা। তারপর মুম্বই ফিরে হবে বিশাল রিসেপশন।

সেখানে উপস্থিত হবে পুরো বলিউড। গত মঙ্গলবার ছিল সঙ্গীত, বুধবার হলদি অনুষ্ঠান। তারপর বৃহস্পতিবার জীবনের সেরা দিনটি কাটালেন ভিকি ক্যাটরিনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button