Entertainment

পুড়ে ছাই অক্ষয় কুমারের ‘কেশরী’-র শ্যুটিং সেট

পদে পদে বাধা আসছে ‘কেশরী’¬র শ্যুটিংয়ে। গত সপ্তাহেই ডামির বদলে নিজেই ঝুঁকিপূর্ণ স্টান্ট দিতে গিয়ে পাঁজরে জোর চোট পান ‘কেশরী’-র মুখ্য অভিনেতা অক্ষয় কুমার। এবার ঐতিহাসিক যুদ্ধের গাথা নির্ভর ছবি ‘কেশরী’-র শ্যুটিং স্পট পুড়ে একেবারে ছাই হয়ে গেল। মঙ্গলবার মহারাষ্ট্রের সাতারার ওয়াই তহশিলে সিনেমার একটি যুদ্ধের দৃশ্যের শ্যুটিং চলছিল। সেদিনের মত তাঁর অভিনয়ের অংশটুকু শেষ করে সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অক্ষয়। তিনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই ‘কেশরী’-র সেটে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

পুলিশের প্রাথমিক অনুমান, গতকাল ছবিতে বোমা বিস্ফোরণের দৃশ্য ক্যামেরাবন্দি করার সময় অসতর্কতার কারণে আগুনের ফুলকি ছিটকে পড়ে সেটের চারদিকে। এতেই চোখের নিমেষে গোটা সেটে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে যায় অনুরাগ সিং পরিচালিত ছবির শ্যুটিং সেট। তবে আগুন লাগার ঘটনায় কেউ জখম হননি। আগুনে শ্যুটিং সেটের দফারফা হয়ে যাওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে পরবর্তী শ্যুটিংয়ের দিন। পূর্বের মত একেবারে নতুন সেট বানাতে অন্ততপক্ষে ১০ দিন সময় লাগবে বলে জানিয়েছেন ছবির প্রযোজনা সংস্থা।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button