Entertainment

ভারতীয় দর্শকদের জন্য এবার ৩৬০ ডিগ্রি সিনেমা, এক বিরলতম অভিজ্ঞতা

দেশে সিনেমা হল অনেক রয়েছে। কিন্তু এবার এক অন্যই অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন এদেশের সিনেমাপ্রেমী মানুষজন। এবার তাঁদের হাতের মুঠোয় ৩৬০-র চমক।

৩৬০ ডিগ্রি চলচ্চিত্র দেখার এক অদ্ভুত অনুভূতি রয়েছে। এই ধরনের চলচ্চিত্র দেখার সময় দর্শকের মনে হয় গোটা স্ক্রিনটাই তাঁকে ঘিরে আবর্তিত হচ্ছে। তিনি নিজেকেও চলচ্চিত্রের একটি অংশ ভাবতে থাকেন।

চলচ্চিত্র জগতে নতুন উদ্ভাবনের মধ্যে একটা হল চলচ্চিত্রে ৩৬০ ডিগ্রির ব্যবহার। এখানে একইসঙ্গে শিক্ষা এবং মনোরঞ্জনের মিশেল ঘটে থাকে। পরিবারের শিশু থেকে বড় সবার জন্যে বিজ্ঞান, প্রকৃতি এবং রোমাঞ্চে ভরা নানা গল্প থাকে। যা দর্শকদের কাছে একদম নতুন অনুভূতি।

এই নতুন প্রযুক্তিটি দর্শকদের মধ্যে রোমাঞ্চকর এবং বাস্তবসম্মত অনুভূতি জাগায়। ৩৬০ ডিগ্রি চলচ্চিত্র দেখতে দেখতে দর্শকদের কখনও মনে হয় তাঁরা গভীর সমুদ্রে সাঁতার কাটছেন। কখনও তাঁরা আকাশে ওড়েন। আবার কখনও অগ্ন্যুৎপাতের সাক্ষী হন বা জঙ্গল সাফারি করে থাকেন। সবকিছুই তাঁদের বাস্তব মনে হয়।

সম্প্রতি মহারাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী আশিস শেলার এমনই এক ৩৬০ ডিগ্রি সিনেমা হলের উদ্বোধন করলেন। গোরেগাঁও ইস্ট-এ অবস্থিত দাদাসাহেব ফালকে ফিল্মসিটির বলিউড পার্কে এর সূচনা করা হয়েছে। আশিস শেলার সংবাদমাধ্যমকে জানান, এই পার্ক দর্শকদের ৩৬০ ডিগ্রি চলচ্চিত্রের অনুভূতি তো দেবেই, একইসঙ্গে এটি পর্যটনে নতুন এক মাইলস্টোন যুক্ত করল।

এই বিশেষ ধরনের চলচ্চিত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। এখানে উচ্চমানের প্রোজেকশন, ৩ডি থেকে ৭ডি এফেক্টস এবং দর্শককে ঘিরে শব্দের ব্যবহার হয় বলে সবকিছুই খুব জীবন্ত লাগে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *