বুর্জ খলিফার চূড়ায় চড়ে বিজ্ঞাপন, সত্যি না মিথ্যে, উত্তর দিল এমিরেটস
বিশ্বের সবচেয়ে উঁচু বাড়ি বুর্জ খলিফার মাথায় দাঁড়িয়ে এক বিমানসেবিকা। বিজ্ঞাপনটি সারা বিশ্বে হৈচৈ ফেলেছে। একি সত্যি, নাকি স্টুডিওতে তৈরি করা? উত্তর দিল এমিরেটস।
দুবাই শহরের বুর্জ খলিফা হল বিশ্বের সবচেয়ে উঁচু বাড়ি। ২ হাজার ৭২২ ফুট উঁচু বাড়ির মাথায় দাঁড়ালে সত্যিই মনে হবে বিশ্বের সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছেন কেউ। কিন্তু সেখানে দাঁড়ানো সাধারণ মানুষের কম্ম নয়। কিন্তু সেখানেই দাঁড়িয়ে এক বিমানসেবিকার করা বিজ্ঞাপন বিশ্ব জুড়ে হৈচৈ ফেলে দিয়েছে।
সোশ্যাল মিডিয়াগুলিতে সেই ভিডিও হুহু করে ছড়িয়ে পড়ে। ভাইরাল হয়ে যায় ভিডিওটি। যেখানে প্রথমে এমিরেটস বিমান সংস্থার ওই বিমানসেবিকা কিছু প্ল্যাকার্ড তুলে ধরছেন। কোথায় তিনি দাঁড়িয়ে তা বোঝা যাচ্ছেনা।
তারপরই ক্যামেরা ওয়াইডে যেতে থাকে। শিউরে ওঠেন মানুষজন। হাসি মুখে বিমানসেবিকা দাঁড়িয়ে আছেন বুর্জ খলিফার মাথায়!
মাটি থেকে এত উঁচুতে দাঁড়ানো কি সম্ভব? কিছু মানুষ যেমন চমকিত হয়েছেন ভিডিওটি দেখে, তেমনই কিছু মানুষ প্রশ্ন তুলেছেন। আদৌ কি এই বিজ্ঞাপন সত্যি? নাকি পুরোটাই স্টুডিওতে বসে প্রযুক্তির কারিগরি?
সত্যিটা খোলসা করেছে এমিরেটস বিমান সংস্থাই। একটি ভিডিও ট্যুইট করে তারা জানিয়ে দিয়েছে পুরোটাই সত্যি। আর তারজন্য যাবতীয় সুরক্ষা প্রস্তুতি নেওয়া হয়েছিল।
বাড়িটির ১৬০ লেভেল থেকে চুড়ো পর্যন্ত পৌঁছতে তাদের ১ ঘণ্টার বেশি সময় লেগেছে। এখানে চূড়ান্ত সুরক্ষা বন্দোবস্ত নেওয়া হয় যাতে বিমানসেবিকার কোনও ক্ষতি না হয়।
তারপরেও এই উচ্চতায় দাঁড়ানো সকলের কম্ম নয়, তাই তাঁরা বেছে নেন পেশাদার স্কাইডাইভিং ইন্সট্রাক্টর নিকোল স্মিথ লুদভিক-কে। ওই উচ্চতায় নিজেকে স্বাভাবিক রাখাটা তাঁর পক্ষেই সম্ভব ছিল। তিনি সেখানে যাবতীয় সুরক্ষা বলয়ে বিজ্ঞাপনটি করেন।
ব্রিটেন এমিরেটস বিমান সংস্থার বিমান তাদের দেশে নামা ওঠায় ছাড় দিয়েছে। করোনার জন্য তা দীর্ঘদিন বন্ধ ছিল। তাই এবার এমিরেটস বিমান সংস্থার সঙ্গেই ব্রিটেনে যাওয়ার আর্জি নিয়ে এই বিজ্ঞাপনটি তৈরি করেছে এমিরেটস।