National

৫ রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড় ও মিজোরামে ভোট হবে। ছত্তিসগড় বাদে সব রাজ্যেই ১ দফায় শেষ হবে নির্বাচন। কেবল ছত্তিসগড়ে ভোট হবে ২ দফায়। প্রথম দফায় ভোটগ্রহণ ১২ নভেম্বর। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ২০ নভেম্বর। ২৮ নভেম্বর ভোট হবে মধ্যপ্রদেশ ও মিজোরামে। ৭ ডিসেম্বর ভোট হবে রাজস্থান ও তেলেঙ্গানাতে। ভোট গণনা হবে আগামী ১২ ডিসেম্বর।

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে কার্যত সেমিফাইনাল ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন। শাসক ও বিরোধী ২ পক্ষের কাছেই এই ভোট অ্যাসিড টেস্ট। কারা কেমন অবস্থায় দাঁড়িয়ে আছেন তা এখান থেকেই পরিস্কার হয়ে যাবে। নিজেদের অবস্থান মেপে নিতে পারবে দলগুলি। প্রয়োজনে ২০১৯-এর আগে সেই ফলাফল বুঝে রণকৌশলও ঠিক করতে পারবে। সেদিক থেকে পুজোর পর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের গুরুত্ব অপরিসীম।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *