National

বিধানসভা ভোটের দিন ঘোষণা করল কমিশন

কর্ণাটকে বিধানসভা ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১২ মে হবে নির্বাচন। একদিনেই পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। ১৫ মে হবে ভোটগণনা। ইভিএমে ভোটগ্রহণ করা হবে। প্রতিটি ইভিমের সঙ্গে থাকবে ভিভিপ্যাট। ২২৪ আসনের কর্ণাটক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ মঙ্গলবার ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত। এদিন থেকে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেল দক্ষিণের এই কংগ্রেস শাসিত রাজ্যে। আগামী ১৭ এপ্রিল নোটিস জারি করবে নির্বাচন কমিশন। আগামী ২৪ মে পর্যন্ত মনোনয়ন দাখিল করা যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আগামী ২৭ এপ্রিল।

উত্তরপূর্ব ভারতের ৩ রাজ্যে ভোটে কংগ্রেসকে ধরাশায়ী করার পর এবার কর্ণাটককে পাখির চোখ করেছে বিজেপি। অন্যদিকে একের পর এক রাজ্য হাতছাড়া করে কংগ্রেসের সামনে এখন কর্ণাটক কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই। ইতিমধ্যেই কর্ণাটকে জোর কদমে প্রচার শুরু করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পিছিয়ে নেই বিজেপিও। সমান তালে প্রচার চালাচ্ছে তারাও। এদিকে কর্ণাটকের লিঙ্গায়ত সম্প্রদায়ের পৃথক ধর্মীয় পরিচয়ের দাবি শতাব্দী প্রাচীন। তাদের সেই দাবি সম্প্রতি মেনে নিয়েছে কংগ্রেস। এখন পুরো বিষয়টা কেন্দ্রের কোর্টে ঠেলে দিয়েছে তারা। ভোটের মুখে কংগ্রেসের এই মোক্ষম চাল বিজেপি কীভাবে ঠেকায় সেদিকেও নজর রয়েছে সকলের।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button