National

মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিলেন অচল কুমার জ্যোতি

দেশের ২১ তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন অচল কুমার জ্যোতি। গত বুধবারই অবসর নিয়েছেন দেশের ২০ তম মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি। তাঁর জায়গায় বৃহস্পতিবার দেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিলেন ৬৪ বছরের অচল কুমার জ্যোতি। গত মঙ্গলবার কেন্দ্রের তরফে নতুন মুখ্য নির্বাচন কমিশনারের নাম ঘোষণা করা হয়। ২০১৫ সালে নির্বাচন কমিশনার হিসাবে কার্যভার গ্রহণ করেন ১৯৭৫ সালের গুজরাট ক্যাডারের আইএএস অচল কুমার জ্যোতি। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সে রাজ্যের মুখ্যসচিব হিসাবে কাজ করেছেন তিনি। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল দুটি শর্তের ওপর দাঁড়িয়ে আছে। বয়স থাকলে ৬ বছর এই পদে থাকতে পারেন অথবা যদি তার আগেই ৬৫ বছর বয়স হয়ে যায় তাহলে তাঁকে তাঁর পদ ছেড়ে অবসর নিতে হয়। যেটা আগে হবে সেটাই কার্যকাল হিসাবে গণ্য হবে। ফলে মাত্র একবছরই মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে কাজ করার সুযোগ পাবেন অচল কুমার জ্যোতি। ২০১৯-এর লোকসভা নির্বাচনের মত বিগ ইভেন্টে থাকা হবে না তাঁর।

 


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *