বোঝা না যাওয়া ভূমিকম্প অনেক বেড়েছে, কোথায় এবং কেন জানালেন বিজ্ঞানীরা
এ ভূমিকম্পের তীব্রতা এতই হালকা যে তা বোঝা যায়না। কিন্তু মাটির তলায় তো কম্পন হচ্ছে। কোথায় এমন হচ্ছে। কেনই বা হচ্ছে। এসবের উত্তর দিলেন বিজ্ঞানীরা।

মাটির তলায়। তবে খুব তলায় নয়। সেখানে মাটি কেঁপে উঠছে। ভূমিকম্প হচ্ছে। যদিও এ ভূমিকম্প খুবই হালকা। সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এমন কম্পনের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। তবে তা পৃথিবীর সর্বত্র হচ্ছেনা। হচ্ছে বিশেষ বিশেষ জায়গায়।
সেটাও বেশি হচ্ছে বছরের একটা বিশেষ সময়। হয় গরমকাল অথবা বসন্তকালে এই কম্পনের বাড়বাড়ন্ত দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে বছরের বিশেষ সময়ে যেমন এমন কম্পন হচ্ছে, তেমনই তা হচ্ছেও বিশেষ জায়গায়। যেখানে হিমবাহ রয়েছে।
যেখানে প্রচুর বরফ পড়ে, এমন সব জায়গায় এই ধরনের কম্পন মাটির তলায় দেখতে পাওয়া যাচ্ছে। এর কারণ হল বরফ গলে জল হওয়া বা হিমবাহ গলে জল হওয়া।
এই জল তৈরি হলে তা মাটির তলায় পৌঁছে যাচ্ছে। সেই অতিরিক্ত জল মাটির একটা নির্দিষ্ট তলদেশে পৌঁছে চাপ বাড়াচ্ছে সেখানকার মাটির ওপর। অনেক জল যথেষ্ট চাপ তৈরি করছে। যার থেকে মাটি কেঁপে উঠছে।
দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টিপাত হলেও এমনটা হচ্ছে অনেক জায়গায়। প্রবল বৃষ্টির পর ১ দিনের মধ্যেই এমন কম্পন হচ্ছে। মানুষ বুঝতে না পারলেও মেশিনে তা ধরা পড়ছে। আর এমন কম্পন বেড়েই চলেছে। যার কারণ অতিরিক্ত জল মাটির তলায় জমা হচ্ছে।
নিউজিল্যান্ডের সেন্ট্রাল সাদার্ন আল্পস অঞ্চলে পাহাড়ে হিমবাহের গলন এমন পরিস্থিতি তৈরি করছে। সেখানে মাটির তলায় কম্পন অনেকটাই বেড়েছে। যা নিয়ে গবেষণায় নেমে অস্ট্রেলিয়ার একদল গবেষক এই কারণটি খুঁজে পেয়েছেন। ইউরোপীয় আল্পস অঞ্চলেও এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা