National

গত সপ্তাহের পর ফের কাঁপল মিজোরাম

গত সপ্তাহেই পরপর কেঁপে উঠেছিল মিজোরাম। ফের শুক্রবার কেঁপে উঠল উত্তরপূর্বের এই রাজ্য।


আইজল : পাহাড় ঘেরা রাজ্য মিজোরাম। ভারতের একদম পূর্ব প্রান্তের এই রাজ্য পরপর ভূমিকম্পের শিকার হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে কম্পনের কেন্দ্রস্থল হচ্ছে লাগোয়া দেশ মায়ানমার। গত সপ্তাহে মিজোরামে যে কম্পন অনুভূত হয় তাতে হতাহতের খবর না হলেও ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই রেশ কাটার আগেই শুক্রবার দুপুরে ফের কেঁপে উঠল মিজোরাম।


দুপুর ২টো ৩৫ মিনিটে কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল ৪.৬। এদিনের কম্পনের কেন্দ্রস্থল ছিল ভারত-মায়ানমার সীমান্তে মিজোরামের চম্পাই জেলা। কম্পনের উৎসস্থল ছিল মাটির ২৫ কিলোমিটার গভীরে। মিজোরামে হওয়া এদিনের কম্পন অনুভূত হয় ভারতের উত্তরপূর্বের কয়েকটি রাজ্য সহ লাগোয়া মায়ানমারে।


গত সপ্তাহে ৬টি ভূমিকম্পের শিকার হয় মিজোরাম। তার একটি কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় চম্পাই জেলায়। কম্পনের মাত্রা ছিল ৫.৫। মাঝারি মাত্রার ওই কম্পনে অনেক বাড়িঘরের ক্ষতি হয়। কয়েকটি বাড়ি ভেঙে পড়ে। প্রসঙ্গত ভারতের উত্তরপূর্বের এই পাহাড় ঘেরা এলাকাকে বিশ্বের ষষ্ঠ ভূমিকম্প প্রবণ এলাকা হিসাবে ধরা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *