World
কম্পন আতঙ্কে ঘরছাড়া বাংলাদেশ, মায়ানমার

ভূমিকম্পের কেন্দ্রস্থল মায়ানমার। ফলে কম্পনের বড়সড় প্রভাব পড়ল বাংলাদেশে। বাংলাদেশে জোড়াল কম্পন অনুভূত হতেই বাড়ি ছেড়ে বহু মানুষ বেরিয়ে আসেন। যে ছবি কলকাতায় ধরা পড়েছে, ঠিক একই ছবি ধরা পড়েছে বাংলাদেশের ঢাকা সহ অন্যান্য শহরে। যিনি যে অবস্থায় ছিলেন সেভাবেই ঘরোয়া পোশাকে বাচ্চাকাচ্চা নিয়ে রাস্তায় নেমে আসেন। পোশাক পরিবর্তনের সময় পর্যন্ত নষ্ট করেননি অনেকে। কারণটা পরিস্কার। কম্পন এতটাই জোড়াল ছিল যে বাড়িতে থাকাটা ঝুঁকির হয়ে যেতে পারত। কেন্দ্রস্থল যখন মায়ানমার তখন বাংলাদেশে প্রবল কম্পন অনুভূত হওয়াটাই খুব স্বাভাবিক। তবে মায়ানমার হোক বা বাংলাদেশ, কোথাও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুই দেশেই বহু বাড়ির কমবেশি ক্ষতি হয়েছে। কলকাতাতেও মেট্রোর একটি নির্মীয়মান স্তম্ভে ফাটল ধরেছে। উত্তরবঙ্গের বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে।