SciTech

৪১ হাজার বছর আগে মানুষের পূর্বপুরুষের জীবন বদলে দিয়েছিল এক মহাজাগতিক ঘটনা

মহাশূন্যে প্রতিনিয়ত কত ধরনের মহাজাগতিক ঘটনাই তো ঘটে। কিন্তু সেসবের কোন আঁচই আমাদের গায়ে লাগেনা। তবে বহু বছর আগে ঘটা এক ঘটনায় মানুষের পূর্বপুরুষের জীবনধারাই বদলে গিয়েছিল।

মানবসভ্যতার বিবর্তনের ধারা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন মত সামনে এসেছে। এরকমই একটি মতবাদ সাম্প্রতিক প্রকাশ্যে এসেছে। বিজ্ঞানীদের মতে মানবসভ্যতার বিবর্তনের ইতিহাসে ৪১ হাজার বছর আগে ঘটা একটি ঘটনা উল্লেখের দাবি রাখে।

পৃথিবীর ভূচৌম্বকীয় বলয়ের কারণে মহাকাশ থেকে ছিটকে আসা নানা মহাজাগতিক বিকিরণ থেকে শুরু করে সৌরঝড়, কোনও কিছুই বিশ্ববাসীর জীবনে প্রভাব ফেলে না। কিন্তু প্রায় ৪১ হাজার বছর আগে ঘটা সেই ঘটনায় বিপর্যয়ের মুখে পড়েছিল মানবসভ্যতা।

একে বলা হয় ‘ল্যাশম্প এক্সকারসন’। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস নামে একটি জার্নালে এই সম্পর্কে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রটিতে বলা হয়েছে ওই সময় গোটা পৃথিবীর আকাশ রঙিন আলোয় ঢেকে গিয়েছিল।

সেই আলোর ছটা দেখা গিয়েছিল ২ মেরু থেকে শুরু করে নিরক্ষীয় অঞ্চলেও। সেই সময় পৃথিবীতে যে পরিবর্তন হয় তার সঙ্গে মানিয়ে নিতে পেরেছিলেন বর্তমান মানুষের পূর্বপুরুষরা। পৃথিবীতে সেই সময় মহাজাগতিক বিকিরণের প্রভাবও পড়ে যথেষ্ট পরিমাণে।

গবেষকদের মতে, সেই অদ্ভুত আলোর ছটা দেখে মানুষের পূর্বপুরুষেরা অবাক হওয়ার সাথে সাথে ভয়ও পেয়েছিলেন। সেই মহাজাগতিক বিপর্যয় থেকে বাঁচতে মানুষের জীবনযাত্রায় নানা পরিবর্তন এসেছিল।

কেউ গুহায় থাকতে শুরু করেন, কেউ বিশেষ ধরনের পোশাক পরা শুরু করেন। ইউরোপের বিভিন্ন জায়গায় প্রত্নতাত্ত্বিক গবেষণা চালিয়ে জানা গেছে যে বর্তমানে মানুষ যেমন রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করেন, তেমনই প্রায় ৪১ হাজার বছর আগের মানুষও মুখে ও শরীরে একধরনের খনিজ গুঁড়ো মেখে মহাজাগতিক বিকিরণের প্ৰভাব থেকে বাঁচার চেষ্টা করেছিলেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *