আগামী বছর দুর্গাপুজোর দিনক্ষণ কি কি, কবেই বা মহালয়া, রইল তালিকা
দুর্গাপুজো শেষ। আবার একটা বছরের অপেক্ষা। দিন গোনা শুরু। এবার পুজোর শেষেই জেনে নেওয়া যাক আগামী বছর দুর্গাপুজো কবে।

দুর্গাপুজোর আনন্দের রেশ কাটতে শুরু করেছে। যদিও সামনে এখন লক্ষ্মীপুজো। তারপর ১৫ দিন কাটলে কালীপুজো। তবে বাঙালির সবচেয়ে বড় অপেক্ষা দুর্গাপুজোকে ঘিরেই। প্রতিবছরই মনে হয় পুজো যেন আসতে না আসতেই শেষ হয়ে গেল।
বিজয়া কাটতে মনের কোণায় কোথাও যেন একটা অপেক্ষার শুরু হয়। সামনের বছরের পুজোর অপেক্ষা। এবার যেমন সেপ্টেম্বরের শেষেই দুর্গাপুজো শুরু হয়ে গেল, সামনের বছর তা নয়।
একেবারে অক্টোবরের মাঝামাঝি দুর্গাপুজো। কার্তিক মাসের শুরুতে পুজোর ঢাকে কাঠি পড়বে। আগামী বছর মহালয়া ১০ অক্টোবর। ওইদিন শনিবার। তারপর ১৭ অক্টোবর ষষ্ঠী। মহাসপ্তমী ১৮ অক্টোবর। মহাষ্টমী ১৯ অক্টোবর। মহানবমী ২০ অক্টোবর। আর বিজয়াদশমী ২১ অক্টোবর।
যেহেতু আগামী বছর দুর্গাপুজো অক্টোবরের মধ্যভাগ পার করে, ফলে ততদিনে বর্ষা বিদায় হয়ে যাওয়ার কথা। তাতে পুজোর আমেজটা আরও মনোরম হতে পারে। আর হেমন্তের একটা পরশও সে সময় আকাশে বাতাসে মিশতে শুরু করতে পারে।
আগামী বছর কার্যত পুজো কার্তিক মাসের শুরুতে। এবার যেমন সেপ্টেম্বরে পুজো হল তেমনটা আগামী বছর একেবারেই হচ্ছেনা। ফলে দুর্গাপুজোর সঙ্গে তাল রেখে পিছিয়ে যাচ্ছে কালীপুজো, ভাইফোঁটাও।
এবার যেমন অক্টোবরের মধ্যেই ভাইফোঁটা শেষ, আগামী বছর কিন্তু নভেম্বরে কালীপুজো ও ভাইফোঁটা। ফলে আলতো শীতে মোড়া হেমন্তের আমেজটা উপভোগ করেই আগামী বছর কালীপুজো, ভাইফোঁটা কাটানোর সুযোগ পাবেন সকলে। যেটা বেশ উপভোগ্য হয়।