কোটি টাকার গাড়ি নিয়ে শহর টহল দিচ্ছে পুলিশ, একটি ছবি চমকে দিল গোটা বিশ্বকে
দাম কয়েক কোটি টাকা। রোলস-রয়েস সাধারণ মানুষ ব্যবহার করেননা। করেন অতি ধনীরা। সেই গাড়িকে মামুলি করে দিল একটি শহরের পুলিশ। টহলের কাজে লাগছে এমন গাড়ি।
রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে একটি রোলস-রয়েস গাড়ি। শহরের পুলিশ তা ব্যবহার করছে। সব শহরেই রাস্তায় পুলিশ টহল দিয়ে থাকে। এ শহর তার ব্যতিক্রম নয়। এ শহরেও পুলিশ টহল দেয়। যে কাজে তারা ব্যবহার করছে রোলস-রয়েস।
রোলস-রয়েস কোনও সাধারণ গাড়ি নয়। সকলের জানা এ এক এমন বহুমূল্য গাড়ি যা একজন মানুষকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছেই দেয়না, তাঁর সামাজিক প্রতিপত্তি ও তাঁর আর্থিক সামর্থ্য সকলের কাছে পরিস্কার করে দেয়।
এ গাড়ি অতি ধনীদের সংগ্রহে থাকে। সেই রোলস-রয়েসকে কার্যত এক মামুলি গাড়ির মত ব্যবহার করছে দুবাই পুলিশ। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে একটি রোলস-রয়েস নিয়ে শহর টহল দিচ্ছে দুবাই পুলিশ।
যদিও এই ছবি নীলকণ্ঠ ডট ইন যাচাই করে দেখেনি। তবে সোশ্যাল মিডিয়ায় রীতিমত আলোড়ন ফেলে দিয়েছে দুবাই পুলিশের এই শহর টহলে রোলস-রয়েসের ব্যবহার।
যে রোলস-রয়েস গাড়িটি ছবিতে দেখা যাচ্ছে সেটির নম্বর প্লেটে ৯ নম্বরটি দেখা যাচ্ছে। এটাকে ভিআইপি নম্বর হিসাবে চিহ্নিত করা হচ্ছে। অনেকেই এই ছবি দেখে হতবাক।
অনেকের মতে এটাই দুবাই। কারও মতে যে গাড়ি গেলে রাস্তার শোভা বাড়ে সে গাড়িকে রাস্তায় টহলের কাজে লাগিয়ে দিয়েছে দুবাই পুলিশ।













