SciTech

রাস্তা দিয়ে রুদ্ধশ্বাসে ছুটছে এক রোবট, কিসের তাড়া তা নিয়ে একরাশ হাসাহাসি

জনবহুল রাস্তা দিয়ে মানুষ নয়, ছুটছে এক রোবট। রাস্তাও পার হল ছুটেই। কিসের এত তাড়া। রোবটের দৌড় নিয়ে হাসাহাসি তুঙ্গে।

খুব তাড়া থাকলে অনেকে রাস্তায় একটু পা চালিয়ে হাঁটেন। খুব গুরুত্বপূর্ণ এবং দেরি হয়ে গেছে, এমন পরিস্থিতিতে কেউ কেউ ছুটেও গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। মানুষের কারণ তো বোঝা যায়। তা বলে রোবট! রোবটও রাস্তা দিয়ে ছুটবে!

সেটাই কিন্তু দেখা গেছে। একটি মানবরূপী রোবট ছুটছে রাস্তা দিয়ে। প্রথমে সে ছুটেই একটি রাস্তা পার হল। অবশ্যই নিয়ম মেনে। তারপর ফুটপাথে উঠেও তার তাড়া কমল না। একবার পিছনে তাকিয়ে ফের ছুট দিল সে।

রোবটটির পিছনে এক ব্যক্তি চলেছেন। তাঁর হাতে কিছু একটা রয়েছে। অনেকেই মনে করছেন তিনিই রোবটটিকে নিয়ন্ত্রণ করছিলেন। দুবাই শহরের রাস্তায় এভাবেই রোবটের দৌড় এখন সারা বিশ্বকে স্তম্ভিত করেছে।

অনেকেই মনে করছেন এটাই আগামী পৃথিবী। যেখানে মানুষের পাশাপাশি সমান তালে ছুটবে রোবটও। কিন্তু এ রোবটটির কিসের তাড়া? সেটা নিয়ে অবশ্য হাসাহাসি থামছে না।

সোশ্যাল মিডিয়ায় এই রোবটের দৌড় সামনে আসার পর থেকেই তা নিয়ে মজার মজার সব মন্তব্য আসতে শুরু করেছে। কেউ জিজ্ঞেস করেছেন রোবটটির কি চাকরির জায়গায় দেরি হয়ে গেছে? কারও মতে আবার ওসব কিছু নয়। প্রবল গরমে টিকতে পারছেনা। তাই ছুটছে।

হাসি ঠাট্টা যাই হোক না কেন, আগামী পৃথিবীতে যে এভাবেই রোবট ও মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে তা এখন থেকেই আঁচ পেতে শুরু করেছেন বিশ্ববাসী।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *