বিশেষ বিমান গেল উড়ে, বিমানবন্দরে ঘুমিয়ে কাদা যাত্রী
বিদেশে আটকে পড়া প্রবাসীদের এখন এয়ারলিফ্ট করা চলছে। সেই বিশেষ বিমান বেহাত হয়ে গেল ঘুমোতে গিয়ে।
দুবাই : আগের সারারাত কেটেছে মানসিক চাপে। আদৌ তাঁর টিকিট নিশ্চিত হবে তো? তিনি ওই বিশেষ বিমানেই ঘরে ফিরতে পারবেন তো? সেই চাপ মাথা থেকে নামে ভোরে। জানতে পারেন বিকেলের বিশেষ বিমানেই তিনি ফিরছেন বাড়িতে। তখনই সময় নষ্ট না করে বিমানবন্দরের উদ্দেশে পাড়ি দেন তিনি। দীর্ঘ পথ। দেরি করলে চলবে না। আবুধাবি থেকে দুবাই কম রাস্তা নয়। ভোর ভোর বার হওয়ায় দুবাই বিমানবন্দরে পৌঁছেও যান তিনি। সেখানে তিনি চেকইন করে যান। তাঁর ব়্যাপিড টেস্ট হয়। তাতেও উতরে যান। তারপর পৌঁছে যান বোর্ডিং গেটের সামনে।
আবুধাবিতে একটি দোকানে কাজ করেন ৫৩ বছরের পি শাহজাহান। দুবাইয়ের কেরালা মুসলিম কালচারাল সেন্টার-এর তরফে একটি এমিরেটস জাম্বো বিমানের ব্যবস্থা করা হয়েছিল ভারতে কর্মরতদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য। কেরালার তিরুবনন্তপুরমে ফেরার কথা ছিল শাহজাহানের। তাঁর বাড়িতে। তিনি বোর্ডিং গেটের সামনে অপেক্ষা করতে থাকেন। আর সেখানেই যে কখন তাঁর চোখ লেগে গেছে তিনি জানতেও পারেননি।
ঘুম যখন ভাঙে তখন অনেক দেরি হয়ে গেছে। তাঁর বিমান তাঁকে ফেলেই উড়ে গেছে ভারতের দিকে। শাহজাহান দ্রুত সব কিছু কেরালা মুসলিম কালচারাল সেন্টার-কে জানান। তারা জানিয়ে দেয় কিছু আর করার নেই। বিমান অনেকক্ষণ উড়ে গেছে। ওড়ার আগে তাঁর খোঁজও করা হয়। কিন্তু তিনি কোনও সাড়া দেননি। করোনা পরিস্থিতিতে বাড়ি ফেরার এই সুযোগ হাতছাড়া হয়ে মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে শাহজাহানের। তবে তাঁকে অন্য বিমানে ফেরানোর চেষ্টা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা