Entertainment

দূরদর্শন দেখতে আর লাগবে না সেট টপ বক্স

দূরদর্শন দেখার জন্য এখন সেট টপ বক্স লাগে। কিন্তু আর তার দরকার পড়বে না। এসে গেল ছাদ বা দেওয়ালে লাগানো একদম নতুন প্রযুক্তি।

একটা সময় ছিল যখন ছাদের ওপর অ্যান্টেনা আর হাতে করে চ্যানেল ঘোরানো টিভি ছিল ভরসা। সেসব বদলে এখন সেট টপ বক্স ছাড়া গতি নেই। সে কেবল মারফত আসা চ্যানেলই হোক বা ডিশ দ্বারা।

সেট টপ বক্সের মাধ্যমেই ফ্রি টু এয়ার বা পেড চ্যানেল দেখতে হয়। সেই প্রযুক্তিকেও এবার বদলে দিতে চলেছে দূরদর্শন। সরকারি টিভি দূরদর্শনের এখন অনেক চ্যানেল।

প্রতিটি অঞ্চলে আঞ্চলিক ভাষাতেও রয়েছে চ্যানেল। এসব চ্যানেল সবই ফ্রি টু এয়ার। তবে তা দেখতে গেলে এখন সেট টপ বক্স আবশ্যিক। সেটাই বদলে যেতে চলেছে।

দূরদর্শন দেখার জন্য এখন আর সেট টপ বক্স লাগবেনা। সে জায়গায় ডিজিটাল স্যাটেলাইট টিউনার লাগিয়ে নিতে পারলেই হল। যা যুক্ত থাকবে বিল্ট ইন স্যাটেলাইট টিউনারের সঙ্গে।

এই টিউনারগুলিকে ছাদে বা দেওয়ালের গায়ে লাগিয়ে দিতে হবে। তাহলেই টিভিতে সেট টপ বক্স ছাড়াই দূরদর্শন বা সহজ করে বললে ডিডি-র সব চ্যানেল দেখতে পাবেন মানুষ।

আগামী দিনে যাতে টিভি কিনলেই এই প্রযুক্তি পেয়ে যান মানুষ সেজন্য টিভি প্রস্তুতকারক সংস্থাগুলিকেও এই ব্যবস্থা নতুন তৈরি টিভিগুলির ক্ষেত্রে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সেক্ষেত্রে টিভির মধ্যেই স্যাটেলাইট টিউনার যুক্ত থাকবে আগামী দিনে। প্রসঙ্গত এখন দূরদর্শন অ্যানালগ ট্রান্সমিশন পদ্ধতি থেকে বেরিয়ে আসার সবরকম চেষ্টা শুরু করেছে।

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *