National

ভারতের প্রতিরক্ষায় আসছে রোমিও

৩ বিলিয়ন ডলারের চুক্তি সই করে ভারতকে ২টি অত্যাধুনিক হেলিকপ্টার দিতে চলেছে আমেরিকা। প্রতিরক্ষায় এই ২টি হেলিকপ্টার ভীষণভাবে কাজে আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। একটি অ্যাপাচে অন্যটি রোমিও। মঙ্গলবার দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি হয়। যদিও এমনটা হতে চলেছে বলে আগেই গত সোমবার মোতেরা স্টেডিয়ামে নমস্তে ট্রাম্প-এ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

মোতেরাতে ট্রাম্প জানিয়েছিলেন, পাকিস্তানও তাঁদের ভাল বন্ধু। মঙ্গলবার চুক্তি স্বাক্ষরের পর যৌথ বিবৃতি দিতে গিয়ে ট্রাম্প এটা পরিস্কার করে দেন যে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে। যা কিন্তু ইমরান সরকারকে অনেকটাই চাপে ফেলে দিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত যে নিজেদের সুরক্ষিত রাখতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়বে সেকথাও জানান ট্রাম্প।

ভারত যে কপ্টারের অর্ডার দিয়েছে তার হাত ধরেই হয়তো আগামী দিনে আমেরিকার কাছ থেকে নিয়মিত অস্ত্র কেনার রাস্তায় হাঁটতে পারে ভারত বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। সেক্ষেত্রে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও আমেরিকা কাছাকাছি এসে পড়বে। প্রধানমন্ত্রী নিজেই গত সোমবার জানিয়েছিলেন যে এখন ভারতীয় সেনা যে দেশের সেনার সঙ্গে সবচেয়ে বেশি মহড়া করে তা হল আমেরিকা। ফলে এটা পরিস্কার যে ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আমেরিকাকে আরও বেশি করে আগামী দিনে পাশে চাইছে। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা খাতে ব্যয়বরাদ্দ বাড়ছে। যা আমেরিকার পক্ষেও ভাল খবর হতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *