বারাণসীর গঙ্গার ছোঁয়ায় দীপাবলির আগে চড়া দামে বিকোচ্ছে বিশেষ মাটির তৈরি লক্ষ্মী গণেশের মূর্তি
দীপাবলিতে অনেক পরিবারেই লক্ষ্মী ও গণেশের পুজো হয়। সেজন্য লক্ষ্মী গণেশের মাটির মূর্তি কেনেন গৃহস্থ। এবার সেখানে অন্য চমক। মূর্তি তৈরি হচ্ছে বারাণসীর বিশেষ মাটি দিয়ে।

দীপাবলিতে লক্ষ্মী ও গণেশ মূর্তির চাহিদা তুঙ্গে থাকে। দেশজুড়েই নানা প্রান্তে লক্ষ্মী গণেশের পুজো হয়। অনেক পরিবারেই এই রীতি রয়েছে। সেজন্য অনেক দোকানেই এইসময় লক্ষ্মী গণেশের মূর্তি পাওয়া যায়।
তবে এবার সেই লক্ষ্মী গণেশের মূর্তিতে নতুন মাটির স্পর্শ। বারাণসীতে তাই এই মূর্তি গড়ার কুমোরদের রাতের ঘুম উড়েছে। দিন রাত এক করে গত ১ মাসের ওপর ধরে চলছে এই মূর্তি তৈরি।
কিন্তু লক্ষ্মী গণেশের মূর্তি তো প্রতিবছরই তৈরি হয়। এবার বিশেষ কি? এবার বারাণসীতে সবচেয়ে বেশি বিকোচ্ছে গঙ্গা মাটি দিয়ে তৈরি লক্ষ্মী গণেশের মূর্তি।
বারাণসীর গঙ্গা থেকে মাটি তুলে সেই মাটি দিয়ে এই লক্ষ্মী গণেশ তৈরি করা হচ্ছে। বারাণসীর গঙ্গা থেকে তোলা সেই মাটির পবিত্রতা প্রশ্নাতীত। তাই সেই মাটি দিয়ে যে লক্ষ্মী গণেশের মূর্তি তৈরি করা হচ্ছে তার চাহিদা যে আকাশছোঁয়া হবে তা বলার অপেক্ষা রাখে না।
গঙ্গা থেকে মাটি তুলে সেই মাটি দিয়ে বারাণসীর নিজস্ব শিল্পের ছোঁয়ায় তৈরি হচ্ছে এই মূর্তিগুলি। এগুলির এখন চাহিদা যেমন প্রবল, তেমনই চড়া দামে বিক্রি হচ্ছে মূর্তিগুলি।
শুধু বারাণসী বলেই নয়, সারা দেশ জুড়েই এই বারাণসীর গঙ্গা মাটির মূর্তির চাহিদা তৈরি হয়েছে দীপাবলির আগে। যোগান দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না ব্যবসায়ীরা। তাই চলছে রাত দিন এক করে মূর্তি গড়ার কাজ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা