Sports

ইতিহাস লিখলেন দিব্যা, মহিলাদের দাবা বিশ্বকাপে ভারত পেল প্রথম চ্যাম্পিয়ন

ভারতের ঘরে এই প্রথম এল ফিডে-র মহিলা দাবা বিশ্বকাপের শিরোপা। আর তা জিতে নিলেন দিব্যা দেশমুখ। সেই সঙ্গে মহিলা দাবায় ভারতের হয়ে লিখলেন নতুন ইতিহাস।

বিশ্ব দাবার নিয়ামক সংস্থা ফিডে অনুষ্ঠিত মহিলা দাবা বিশ্বকাপে ভারত এই প্রথম সেরার শিরোপা অর্জন করল। আর সেটা এল ভারতীয় মহিলা দাবার নতুন তারকা দিব্যা দেশমুখের হাত ধরে।

এদিন দিব্যা শুধু ইতিহাসই লিখলেন না, তিনি নিজের গ্র্যান্ডমাস্টার খেতাবও নিশ্চিত করলেন। এবারই প্রথম কোনও ভারতীয় মহিলা দাবাড়ু দাবা বিশ্বকাপ জিতে নিলেন। দিব্যা হারালেন ভারতের ১ নম্বর মহিলা দাবাড়ু কোনেরু হাম্পিকে।

এবার ফিডে মহিলা দাবা বিশ্বকাপে যে ভারত চ্যাম্পিয়ন পেতে চলেছে তা পরিস্কার হয়ে গিয়েছিল সেমিফাইনালের পরই। ফাইনালে ওঠেন ভারতের মহিলা দাবার অন্যতম তারকা কোনেরু হাম্পি এবং ভারতের নতুন তারকা দিব্যা দেশমুখ।

১৯ বছরের দিব্যা কিন্তু এই প্রতিযোগিতায় ১৫ নম্বর বাছাই হয়ে খেলা শুরু করেন। তাঁর নামের পাশে গ্র্যান্ডমাস্টার খেতাবও ছিলনা। বরং এবার কোনেরু হাম্পির দিকে অনেকেই তাকিয়েছিলেন যদি তিনি ভারতকে প্রথমবারের জন্য মহিলা দাবা বিশ্বকাপে প্রথম করে আনতে পারেন!

কিন্তু খেলা যত এগিয়েছে দিব্যা দেশমুখ ততই তাঁর প্রতিভার স্বাক্ষর রাখতে শুরু করেছিলেন। একের পর এক নামী খেলোয়াড়দের পরাস্ত করতে করতে তিনি পৌঁছে যান ফাইনালে। যেখানে তাঁকে মুখোমুখি হতে হয় ভারতের ১ নম্বর মহিলা দাবাড়ু কোনেরু হাম্পির।

ফাইনালে প্রথম ২টি ক্লাসিক্যাল ম্যাচই ড্র হওয়ার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। সেখানে ব়্যাপিড চেস খেলা হয়। যে ব়্যাপিড চেসে কোনেরু হাম্পিকে সেরা হিসাবেই ধরা হয়। ফলে টাইব্রেকারেও হাম্পির দিকেই ম্যাচ ঝুঁকে ছিল।

কিন্তু সেখানেও নিজের দাপট অক্ষুণ্ণ রেখে দিব্যা দেখিয়ে দিলেন আগামী ভারতের মহিলা দাবা পেয়ে গেল তার আর এক উজ্জ্বলতম তারকাকে। মহিলা দাবা বিশ্বকাপ জিতে দিব্যা দেশমুখ জিতে নিলেন ক্যান্ডিডেটস দাবায় অংশ নেওয়ার টিকিটও।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *