National

আছড়ে পড়বে না ‘বায়ু’, জানিয়ে দিল হাওয়া অফিস

গুজরাটে আছড়ে পড়তে চলেছে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বায়ু। গত মঙ্গলবার থেকেই সেই সতর্কবার্তা শোনা যাচ্ছিল। ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবার যে অবস্থায় ছিল বায়ু তাতে আবহাওয়া দফতর মনে করছিল তা বৃহস্পতিবার ভোরেই গুজরাট উপকূলে আছড়ে পড়বে। বায়ুর গতি থাকবে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে শুধু গুজরাট উপকূল থেকেই ৩ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে যায় প্রশাসন। তৈরি রাখা হয় সব ব্যবস্থা।

বৃহস্পতিবার কিন্তু আছড়ে পড়েনি বায়ু। রেহাই পেয়েছে গুজরাট। হাওয়া অফিস জানিয়েছে বায়ু কখনই গুজরাট উপকূলে আছড়ে পড়ে স্থলভূমিতে প্রবেশ করবে না। বরং ভেরাবাল, পোরবন্দর ও দ্বারকার ধার দিয়ে তা আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে যাবে। এদিকে বেসরকারি আবহাওয়া পূর্বাভাস সংস্থা স্কাইমেট দাবি করেছে, ঝড়টি ইতিমধ্যেই ক্যাটাগরি ২ থেকে দুর্বল হয়ে ক্যাটাগরি ১ ঝড়ে রূপান্তরিত হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সাধারণত দেখা যায় বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলি আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। ফলে সেগুলি স্থলভাগে প্রবেশের পর তাণ্ডব চালায়। তুলনায় তাই পশ্চিমপ্রান্তের মানুষজন সাইক্লোন থেকে ক্ষতিগ্রস্ত হন কম। বায়ু অবশ্য যেভাবে শক্তি বাড়াচ্ছিল তাতে তা ভয়ংকর রূপ ধারণ করত যদি স্থলভাগে আছড়ে পড়ত। কিন্তু এ যাত্রায় এবার রক্ষা পেল গুজরাট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *