National

ফের সেই বুধবার, স্থলভূমিতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ

বুধবার দুপুরে স্থলভাগে আছড়ে পড়ল সুপার সাইক্লোন নিসর্গ। মহারাষ্ট্রের আলিবাগ-এর কাছে স্থলভাগে প্রবেশ করে ঝড়।

মুম্বই ও রায়গড় : আম্ফানের তাণ্ডব কিছুদিন আগেই দেখেছেন দেশবাসী। এখনও আম্ফানের ধ্বংসলীলা থেকে বেরিয়ে আসতে পারেনি পশ্চিমবঙ্গ। তার ২ সপ্তাহ বাদেই ফের এক বুধবার। ফের এক দানব ঝড় আছড়ে পড়ল। সুপার সাইক্লোন নিসর্গ বুধবার মহারাষ্ট্রের আলিবাগ দিয়ে স্থলভাগে প্রবেশ করে দুপুর ১টা নাগাদ। তারপর ক্রমে সেই ঝড় প্রবেশ করতে থাকে স্থলভূমিতে। শুরু হয় তাণ্ডব।

গোয়ার মুখ্যমন্ত্রী আগেই জানান গোয়ার পাশ দিয়ে নিসর্গ চলে গেছে। তারপরই আলিবাগ দিয়ে ঢোকে ঝড়টি। মহারাষ্ট্র উপকূল জুড়েই শুরু হয় ধ্বংসলীলা। তাণ্ডবের ঝাপটা গিয়ে পড়েছে গুজরাট উপকূলেও। দমন দিউ এবং দাদরা ও নগর হাভেলিতেও তাণ্ডব শুরু করে নিসর্গ। ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে ঝড়টি আছড়ে পড়ে উপকূলে। ঝড়ের দাপটে প্রচুর গাছ উপড়ে পড়ে। সমুদ্র উত্তাল হয়ে ওঠে। সেইসঙ্গে মহারাষ্ট্র, গুজরাট উপকূল জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আরব সাগরে বেশ কিছুদিন ধরেই নিসর্গ তার ক্ষমতা বাড়ায়। তারপর এদিন আছড়ে পড়ে। ঝড় আসার আগেই মহারাষ্ট্রের উপকূলীয় এলাকা থেকে ৪০ হাজার এবং গুজরাটের উপকূলীয় এলাকা থেকে ৫০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যায় এনডিআরএফ ও স্থানীয় প্রশাসন। এদিকে ঝড়ের ধাক্কায় মুম্বই বিমানবন্দর বেলা বাড়ার পরই স্তব্ধ হয়ে যায়। অনেক দিন মহারাষ্ট্র উপকূলে এমন দানব ঝড় আছড়ে পড়েনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *