State

কাছে চলে এল আম্ফান, উপকূলে শুরু প্রবল জলোচ্ছ্বাস

আছড়ে পড়া এখন আর সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের খুব কাছে চলে এল সুপার সাইক্লোন আম্ফান।

কলকাতা : সুপার সাইক্লোন আম্ফান দিঘা থেকে বুধবার বেলার দিকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আবহবিদেরা জানাচ্ছেন ঝড়টি ক্রমশ এগোচ্ছে। যে গতিতে এগোচ্ছে তাতে বিকেলের দিকেই এটি স্থলভাগে প্রবেশ করার কথা। পশ্চিমবঙ্গের দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝখান দিয়েই প্রবেশ করছে এই তাণ্ডবলীলা। এই ঝড় সুন্দরবনের ওপর দিয়ে সবচেয়ে বেশি বেগে বয়ে যাবে।

এদিকে যত আম্ফান এগোচ্ছে স্থলভাগের দিকে ততই তার জেরে উপকূলীয় এলাকায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে। দিঘা, মন্দারমণি, বকখালি, শঙ্করপুর সহ রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্র তথা সমুদ্রতীরের এলাকা জুড়ে প্রবল ঝড় হচ্ছে। সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। সেইসঙ্গে হচ্ছে বৃষ্টি। আকাশ কালো হয়ে রয়েছে। প্রবল বেগে ছুটছে মেঘরাশি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দিঘায় বোল্ডার ধরে রাস্তায় ফেলে দিচ্ছে জলোচ্ছ্বাস। জল রাস্তার ওপর উঠে আসছে। সমুদ্রের ধারে কাছে কেউ নেই। ছোট বড় পাথরের টুকরো পড়ে আছে রাস্তায়। এদিনও পুলিশ মাইকিং করেছে। একই ছবি রাজ্যের পুরো উপকূল জুড়ে। সর্বত্রই প্রবল বৃষ্টি হচ্ছে। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। দাপুটে হাওয়া কখনও কখনও এতটাই গতি বাড়াচ্ছে যে দাঁড়িয়ে থাকা মুশকিল হচ্ছে। গাছপালা প্রবল গতিতে দুলছে। মানুষজন ক্রমশ বাড়িতে আশ্রয় নিচ্ছেন।

উপকূলীয় এলাকার ৩ লক্ষের ওপর মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও উপকূলীয় জেলায় বসবাসকারী সমুদ্রের ধারের বাসিন্দা বা কাঁচা বাড়িতে বসবাসরত মানুষ নিজেরাই সরকারি শিবিরে চলে আসতে পারেন। তেমনই পরামর্শ রয়েছে প্রশাসনের তরফে। ঝড়ের জেরে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিদ্যুৎ যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। ঝড় যত কাছে আসছে তাণ্ডব তত বাড়ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *