World

সাইবার হানায় বিধ্বস্ত ১০০ দেশের পরিষেবা ব্যবস্থা

ই-মেলের মাধ্যমে ম্যালওয়ার অ্যাটাচমেন্ট পাঠিয়ে প্রায় ১০০ দেশে বড়সড় সাইবার হানার ঘটনা ঘটাল হ্যাকাররা। এই হানার চোটে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ব্রিটেন। গোটা দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। এছাড়াও এই ১০০ দেশের তালিকায় তুরস্ক, রাশিয়া, ইউক্রেনের মত দেশও রয়েছে। এই সাইবার হানায় মূলত তথ্য চুরি করে নেওয়া হয়েছে। সেখানে বিশাল তথ্য তালিকা রয়েছে এমন সব দফতরের মেশিনগুলিতে এই ভাইরাস আক্রমণ হেনেছে। চুরি করে নিয়েছে লক্ষ লক্ষ ডাটা। এবার সেগুলি ফেরাতে ৩০০ থেকে ৬০০ ডলার চাওয়া হচ্ছে। যদিও কারা ঠিক এর পিছনে রয়েছে তা সাইবার বিশেষজ্ঞরা ধরতে পারছেন না।

তাঁরা জানাচ্ছেন, এই হানা অনেকটা মুক্তিপণ আদায়ে অপহরণের মত। সব তথ্য লুকিয়ে নিজেদের দখলে নেওয়া হয়েছে। এবার সেগুলি ফেরত পেতে মুক্তিপণ দাবি করা হচ্ছে। এই টাকাও নেওয়া হচ্ছে ডিজিটাল কারেন্সি বিটকয়েনের মাধ্যমে। যাতে কেউ খুঁজেও না পায় সোর্সটা কোথায়। এমন হানা এড়াতে স্প্যাম বা অচেনা মেল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা। এদিকে অবস্থা সামলাতে ব্রিটেন সহ অন্যান্য দেশের সাইবার বিশেষজ্ঞেরা যুদ্ধকালীন পরিস্থিতিতে লড়াই শুরু করেছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button