Sports

বিপক্ষের ফ্যানের মোবাইল ভাঙলেন রোনাল্ডো, উল্টোটাও করলেন

হারাটা মেনে নিতে পারছিলেননা তিনি। সেই সময় বিপক্ষ দলের এক ফ্যানের মোবাইল সামনে আসতেই তা আছড়ে ভেঙে দেন ফুটবলের মহাতারকা রোনাল্ডো।

রাগ নিয়ন্ত্রণ করতে পারেননি তিনি। সবে হার হজম করতে হয়েছে। তিনি মহাতারকা। তাঁর দলের নাম ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যান ইউ কিন্তু প্রিমিয়ার লিগে হেরে যায় এভার্টন-এর বিরুদ্ধে। ১-০ গোলে হার হজম করে মাঠ ছাড়ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

গুডিসন পার্কে খেলার শেষে টানেল ধরে এগোচ্ছিলেন রোনাল্ডো। ২ ধারে সমর্থকেরা ভিড় করে দাঁড়িয়ে। সেই সময় তাঁর সামনে এসে পড়ে এভার্টন-এর এক তরুণ সদস্যের হাতে ধরা মোবাইল।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এক ঝটকায় রোনাল্ডো আছড়ে ভেঙে দেন সেই মোবাইল। সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রবল সমালোচনার মুখে পড়তে হয় ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকাকে।

বিষয়টি আন্দাজ করতে পেরে অবশেষে অন্য পথে হাঁটলেন রোনাল্ডো। ক্ষমা চেয়ে নিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, খুব জটিল সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এমন সময়ে নিজের আবেগকে সবসময় নিয়ন্ত্রণ করা মুশকিল হয়। তবে সে যাই হোক না কেন, সব সময় সেইসব তরুণদের প্রতি শ্রদ্ধাশীল ও ধৈর্যশীল থাকা উচিত, যাঁরা এই সুন্দর খেলাটিকে ভালবাসেন।

রোনাল্ডো তাঁর ওভাবে ফেটে পড়ার জন্য দুঃখপ্রকাশ করে লেখেন, ওল্ড ট্রাফোর্ড-এ পরবর্তী খেলা দেখার জন্য তিনি ওই সমর্থককে অনুরোধ করছেন। এর মধ্যে দিয়ে তিনি স্পোর্টসম্যানশিপ-এর উদাহরণ প্রতিষ্ঠার চেষ্টা করবেন বলেও জানান ৫ বারের ব্যালন ডি’অর জেতা ফুটবল মহাতারকা। রোনাল্ডো ক্ষমা চেয়ে নেওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় থেমেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *