Sports

ক্রিকেট টিমের নাম তালিবান, মরুরাজ্যে হুলস্থূল

একটি ক্রিকেট টিমের নাম দেওয়া হয়েছে তালিবান। আর তা নিয়েই হৈচৈ। এই পরিস্থিতিতে তালিবান নামে ক্রিকেট টিম গড়ায় শুরু হয় হুলস্থূল।

আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। বহু মানুষের প্রাণ কেড়েছে তালিবান সন্ত্রাসবাদীরা। খাবার নেই, মৃত্যু ভয় পিছু তাড়া করে বেড়াচ্ছে।

আফগানিস্তান ছেড়ে পালানোর চেষ্টা করছেন দেশের সিংহভাগ মানুষ। মহিলা নিরাপত্তা এক প্রহসনে পরিণত হয়েছে। এমনই পরিস্থিতি দেশটার।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

গোটা বিশ্ব ধিক্কার জানাচ্ছে তালিবানকে। এই পরিস্থিতিতে ভারতেও সাধারণ মানুষ তালিবান নামটাকে কার্যত ভাল চোখে নিতে পারছেন না। আর ঠিক সেই সময়ই তাদের ক্রিকেট দলের নাম তালিবান রাখল রাজস্থানের জয়সলমীর জেলার একটি ক্লাব।

রাজস্থানের একটি ক্রিকেট প্রতিযোগিতায় তারা তালিবান ক্রিকেট ক্লাব নাম দিয়ে অংশও নেয়। এমনকি একটি ম্যাচও জেতে। কিন্তু তারপরই বিভিন্ন মহলে দলের নাম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

সোশ্যাল মিডিয়াতেও প্রবল সমালোচনার ঝড় ওঠে। তোপের মুখে পড়ে উদ্যোক্তারা। এমন একটি নামের ক্লাবকে কীভাবে প্রতিযোগিতায় নাম দিতে দেওয়া হল সে প্রশ্নও ওঠে। স্বাভাবিকভাবে পুরো বিষয়টি নিয়ে উদ্যোক্তারা প্রবল অস্বস্তিতে পড়ে।

তালিবান নামে ক্লাবটিকে চাপের মুখে প্রতিযোগিতা থেকে বারও করে দেয় উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দাবি, এমন নাম দিয়ে যে কোনও ক্লাব প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাই তাদের নজর এড়িয়ে গিয়েছে।

যদিও অনেকের প্রশ্ন, এমন একটি বিষয় বর্তমান পরিস্থিতিতে কীভাবে নজর এড়াল? উদ্যোক্তারা দলটিকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দায় সেরেছে।

অন্যদিকে কেন এমন একটা নাম দিয়ে দল গঠন করা হল তা নিয়ে অবশ্য ওই ক্লাবের তরফে কিছু জানা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *