ডিএ বাড়ানোর মত সুখবর শোনাতে না পারলেও দ্বিতীয়বার রাজ্যের শাসনভার হাতে নিয়ে রাজ্য সরকারি কর্মচারিদের কিছুটা স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসিকের ব্যান্ড পের ওপর ১০ শতাংশ অতিরিক্ত অর্থ তাঁদের মাইনেতে যোগ হবে বলে জানিয়েছেন তিনি। পয়লা জুলাই থেকেই এই আর্থিক বৃদ্ধি কার্যকর হবে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য সরকারি কর্মচারিদের জন্য এটা একটা উপহার হিসাবেই নিচ্ছেন সকলে। প্রসঙ্গত প্রতিবছরই বেসিকের ওপর ৩ শতাংশ করে মাইনে বাড়ে সরকারি কর্মচারিদের। এবছর পে ব্যান্ডের ওপর তা ১০ শতাংশ বাড়তে চলেছে। এদিকে এদিনের ঘোষণার সুফল রাজ্য সরকারি কর্মচারি, সরকারি লোকাল বডি, শিক্ষক-শিক্ষিকা ও পেনশনভোগী সকলেই ভোগ করবেন। কর্মচারিদের যে মাইনে দেওয়া হয় তার বেসিকের দুটি ভাগ। ব্যান্ড পে ও গ্রেড পে। এরমধ্যে সিংহভাগ থাকে ব্যান্ড পে-তে। সেই ব্যান্ড পের ওপর ১০ শতাংশ বাড়িয়ে পে কমিশনের আগে রাজ্য সরকারি কর্মাচারিদের জন্য অন্তবর্তী স্বস্তিরই বন্দোবস্ত করল নতুন সরকার।
Read Next
September 9, 2024
মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে হবে, জুনিয়র ডাক্তারদের নির্দেশ সুপ্রিম কোর্টের
September 9, 2024
শক্ত চোয়াল, দৃঢ় কণ্ঠ, হাতে মশাল, সুবিচারের দাবিতে ফের রাত দখল
September 3, 2024
সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করার পর বড় পদক্ষেপ অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের
August 28, 2024
ধর্ষণ হলে ফাঁসির শাস্তির বিল আনার উদ্যোগ মুখ্যমন্ত্রীর, অন্য বার্তা চিকিৎসকদেরও
Related Articles
Leave a Reply