Kolkata

রাজ্য মন্ত্রিসভায় শপথ নেবেন ৪৩ মন্ত্রী, একগুচ্ছ নতুন মুখ

মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ গত বুধবারই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্পিকার পদে বিমান বন্দ্যোপাধ্যায়ও ফিরেছেন। এবার রাজ্যের মন্ত্রীরা শপথগ্রহণ করতে চলেছেন।

বিধানসভা নির্বাচনে ঝোড়ো জয়ের পর গত বুধবারই তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গত কদিনে বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণ পর্ব চলে।

বিধানসভার স্পিকার পদে ফেরেন বিমান বন্দ্যোপাধ্যায়। এবার ৪৩ জন মন্ত্রী নিয়ে মমতা মন্ত্রিসভা শপথ গ্রহণ করতে চলেছে। সোমবার সকাল পৌনে ১১টা থেকে শপথগ্রহণ পর্ব শুরু হবে। শপথ নেবেন ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১০ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী।

মমতা মন্ত্রিসভায় ফের ফিরতে চলেছেন বেশ কিছু পুরনো মুখ। সুব্রত মুখোপাধ্যায়ের হাতেই থাকছে পঞ্চায়েত। পার্থ চট্টোপাধ্যায়ের হাতেই থাকছে শিক্ষা।

খাদ্য থাকছে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেই। শোভনদেব চট্টোপাধ্যায় ফিরছেন বিদ্যুৎ দফতরে। ব্রাত্য বসু পাচ্ছেন বিজ্ঞান ও প্রযুক্তি দফতর। অরূপ বিশ্বাস পাচ্ছেন নগরোন্নয়ন দফতর।


এমন পুরনো মুখের পাশাপাশি এবার মন্ত্রিসভায় নতুন মুখের ভিড়। সাঁওতালি অভিনেত্রী বীরবাহা হাঁসদা, ক্রিকেটার মনোজ তিওয়ারির মত মুখও থাকছে মন্ত্রিসভায়।

মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন নতুন মুখ রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্ররা। প্রবীণ রাজনৈতিক মানস ভুঁইয়াকে এবার স্বাস্থ্যক্ষেত্রে কাজে লাগাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মানসবাবুর ডাক্তারি ব্যাকগ্রাউন্ড কাজে লাগাতে চাইছেন তিনি। এছাড়া রত্না দে নাগ বা অখিল গিরির মত মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সহযাত্রীরাও এবার মন্ত্রিসভায় থাকছেন।

Show Full Article
Back to top button