SciTech

আছড়ে পড়ল চিনা রকেট, অল্পের জন্য রক্ষা পেল ভারত

চিনের পাঠানো একটি মহাকাশযান মহাকাশে পাড়ি দেওয়ার পর একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেটি ফের পৃথিবীর দিকে ফেরে। যে ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পেল ভারত।

যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারত রকেটটি। ছোটখাটো নয়। ২২ মেট্রিক টন ওজন। রকেটটি ১০০ ফুট লম্বা। তা যদি কোনও লোকালয়ে পড়ে তাহলে তা প্রাণহানির ও ক্ষয়ক্ষতির কারণ হতেই পারে। এমন আশঙ্কা আগেই করা হয়েছিল।

এদিকে চিনের ছোঁড়া ওই রকেট মহাকাশে পৌঁছনোর পর তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই লাগামছাড়া হওয়ার পর দেখা যায় রকেটটি ফের পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে গোঁত্তা খেয়ে ফিরে আসছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

শুরু হয় প্রমাদ গোনা। কারণ তা ফের পৃথিবীতে প্রবেশ করে আছড়ে পড়বে পৃথিবীর বুকে। কিন্তু কোথায় তা জানা নেই। তার পড়াটা যে নিয়ন্ত্রণ করা যাবে এমনটাও নয়।

তাকে যে আকাশেই ধ্বংস করা যাবে তাও সম্ভব নয়। অর্থাৎ হাত গুটিয়ে কেবল অপেক্ষা করতে হবে সেটি কোথায় আছড়ে পড়ে। লোকালয়ে পড়লে যে ক্ষয়ক্ষতি আসন্ন তা বিলক্ষণ জানতেন সকলে।

রকেটটি রবিবার সকালে দেখা যায় তীব্র গতিতে ছুটে আসছে নিচের দিকে। অবশেষে সেটি মালদ্বীপের কাছে ভারতমহাসাগরে ভেঙে পড়ে। একটুর জন্য রক্ষা পায় ভারত।

কারণ আর একটু এদিক ওদিক হলে ভারতের পশ্চিম বা দক্ষিণ উপকূলের আশপাশেও তা পড়তে পারত। যার ফল যথেষ্ট ক্ষতিসাধক হতে পারত।

এদিকে রকেটটি ভেঙে পড়লেও তার ধ্বংসাবশেষ সবই জলে পড়েছে নাকি কোনও দ্বীপেও পড়েছে তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More