World

এই প্রথম এমন হাঙরের দেখা মিলল, কীভাবে এত অদ্ভুত, রহস্যভেদ করলেন বিজ্ঞানীরা

সমুদ্রের জলে হাঙর কোনও বিরল প্রাণি নয়। তবে এমন হাঙর এই প্রথম দেখার সুযোগ পেলেন মানুষ। যাকে দেখে হতবাক বিজ্ঞানীরা। তবে তাঁরা এর রহস্যভেদও করে ফেলেছেন।

সমুদ্রের জলে হাঙর নিয়ে একটা আতঙ্ক সকলের মনেই থাকে। এমন এক ভয়ংকর প্রাণি যা কেড়ে নিতে পারে মানুষের জীবন। করতে পারে অঙ্গচ্ছেদ। তাও এতটুকু বুঝতে না দিয়ে।

হাঙর নিয়ে গবেষণাও কম হয়নি। হাঙরের নানা প্রজাতি সম্বন্ধে অবহিত বিশেষজ্ঞেরা। তাদের গতিবিধি, চেহারা, বিশেষত্ব সবই তাঁদের জানা। সেই হাঙর বিশেষজ্ঞেরাও এ দৃশ্য দেখে থমকে গেছেন।

প্রকৃতি যে এভাবে তাঁদের চমক দেবে তা ভাবতেও পারেননি হাঙর বিশেষজ্ঞরা। দৃশ্যটা প্রথম নজর কাড়ে কোস্টারিকার টরটুগুয়েরো ন্যাশনাল পার্কের মৎস্যজীবীদের। তাঁরা সমুদ্রের জলে আচমকা একটি হাঙরের দেখা পান।


হাঙর তো তাঁদের প্রায় দিনই নজরে পড়ে। কিন্তু তাঁদের নৌকার ধারে চলে আসা এ হাঙরটি একদম আলাদা তার রংয়ের জন্য। হাঙরটির রং উজ্জ্বল কমলা। কমলা রংয়ের হাঙর!

এখনও পর্যন্ত মানুষ কখনও এমন রংয়ের হাঙর দেখতে পায়নি। মৎস্যজীবীরা ওই আশ্চর্য রংয়ের হাঙরটি দেখেই ছবি তুলে নেন। তারপর তা ছড়িয়ে পড়তেই আলোড়ন পড়ে যায়। এও সম্ভব! কমলা রংয়ের হাঙর?

বিজ্ঞানীরা প্রাথমিক অবাক অবস্থা কাটিয়ে অবশ্য এমন অদ্ভুত রংয়ের হাঙর এল কোথা থেকে তা ভাবতে বসেন। রহস্যভেদও করে ফেলেন তাঁরা। বিজ্ঞানীরা জানিয়েছেন মাছদের ক্ষেত্রে প্রায় দেখা যায়না এই সমস্যা।

তবে এই হাঙরটির ক্ষেত্রে জ্যানথিজম নামে একটি মেলানিন সমস্যা প্রকট। তাই তার রং এভাবে কমলা হয়ে গেছে। হাঙরদের ক্ষেত্রে তো প্রায় এমন সমস্যা দেখাই যায়না বলেও জানিয়েছেন বিশেষজ্ঞেরা। কারণ যাই হোক না কেন, এখন এই কমলা হাঙরের ছবি দেখতেই ব্যস্ত বিশ্বের নানা প্রান্তের মানুষ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *