World

অপরাধ ৩০টি, কারাদণ্ড ৪৭২ বছরের

৩০ রকমের অপরাধে জড়িত থাকার জন্য এক ব্যক্তিকে ৪৭২ বছরের কারাবাসের সাজা শোনাল আমেরিকার একটি আদালত। গত ২১ নভেম্বর কলোরাডোর আরাপো আদালত ব্রক ফ্রাঙ্কলিন নামে ৩১ বছরের ওই যুবকের এই সাজা ঘোষণা করে। দীর্ঘদিন ধরে শিশু পাচারের সঙ্গে যুক্ত ব্রকের বিরুদ্ধে ৩০টির মত অপরাধের তথ্যপ্রমাণ হাতে পায় কলোরাডোর পুলিশ ও গোয়েন্দারা। নারী ও শিশুদের অপহরণ, পাচার, যৌন হেনস্থা, ধর্ষণ, ড্রাগ পাচার, শিশুদের যৌন ব্যবসায় ব্যবহার করা সহ মারাত্মক সব অপকর্মের মাথা ছিল ব্রক। কলোরাডোর বিভিন্ন হোটেলে দীর্ঘদিন ধরে কুকর্মের রাজত্ব চালাত সে।

২০১৫ সালে ব্রকের বিচারপর্ব শুরু হয়। ২০১৭-র মার্চে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। ব্রকের ডেরা থেকে উদ্ধার হওয়া ৩ তরুণী ও ৫ মহিলার সাক্ষ্য এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে নিজেদের রায় জানান বিচারকরা। প্রথমে ব্রকের যাবজ্জীবন কারাদণ্ডের সিদ্ধান্ত নেন তাঁরা। তারপর আমৃত্যু কারাবাসের পাশাপাশি মরণোত্তর কারাবাসেরও রায় ঘোষণা করে জুরি। রায় ঘোষণার সময় অভিযুক্ত ব্রককে শান্ত ও নির্লিপ্ত থাকতে দেখেন বিচারকক্ষে উপস্থিত বাকিরা। কেউ কোনওদিন যাতে ব্রকের মত জঘন্য অপরাধমূলক কাজ করার সাহস না পায় তার জন্যই এমন কঠিনতম শাস্তির ব্যবস্থা বলে বিচারকরা জানান।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button