World

দেখা মিলল আশ্চর্য জন্তুর, বিশেষজ্ঞেরাও বলতে পারছেন না ওটা কোন প্রাণি

এমন এক প্রাণির দেখা মিলল যা একেবারেই চেনা নয়। সাধারণ মানুষ তো নয়ই, এমনকি প্রাণি বিশেষজ্ঞেরাও বলতে পারছেন না ওটা কোন প্রাণি।

Published by
News Desk

এমন এক প্রাণির দেখা মিলল যা গোটা বিশ্বকে অবাক করেছে। কেউই বলতে পারছেন না ওটা কোন প্রাণি। এমনকি কেউ কেউ তার সঙ্গে পৌরাণিক এক প্রাণির মিল খুঁজে পাচ্ছেন। যাকে বাস্তবে কেউ কখনও দেখেনি। এক মহিলার ক্যামেরায় ধরা পড়েছে প্রাণিটি।

একটি সিঁড়ির ওপর সেটিকে দেখতে পাওয়া যায়। প্রাণিটির অচেনা চেহারা ওই মহিলাকে এতটাই অবাক করে যে তিনি সেটির ছবি তুলে অনেককে দেখান। জানার চেষ্টা করেন ওটা কোন প্রাণি। কিন্তু কেউই সদুত্তর দিতে পারেননি।

ফলে প্রাণিটি নিয়ে কৌতূহল বাড়তে থাকে। বিষয়টি সোশ্যাল মিডিয়াতেও সামনে আসে। অনেকে অনেকরকম প্রাণির নাম বলতে থাকেন। কিন্তু কেউই নিশ্চিত ছিলেননা।

সাধারণ মানুষ দূরে থাক, প্রাণি বিশেষজ্ঞেরাও চিনতে পারছেন না এ প্রাণিকে। তাঁদের একাংশের মনে হয়েছে ওটা হয়তো একটা ব়্যাকুন। যে কোনও ত্বকের সমস্যায় ভুগছে। ফলে তার এমন চেহারা হয়েছে।

কিন্তু তাঁরা নিশ্চিত করে তাঁদের ধারনায় সিলমোহর দিতে পারেননি। এদিকে যে মহিলার ক্যামেরায় সেটি ধরা পড়েছে তিনি ওই প্রাণিটিকে তাঁর বাড়ির চত্বরে একবার নয়, একাধিকবার দেখতে পেয়েছেন।

এদিকে প্রাণিটি একেবারেই অচেনা হওয়ায় তাকে নিয়ে মানুষের জল্পনার শেষ নেই। কারও মতে ওটা উলভারিন, আবার কারও মতে, ওটা ব্যাজার, কেউ তো আবার দাবি করছেন ওসব কিছু নয়, বরং ওটা পৌরাণিক প্রাণি চুপাকাবরা। প্রাণিটির দেখা মিলেছে আমেরিকার কলোরাডোতে।

Share
Published by
News Desk

Recent Posts