Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
World

অনলাইনে আসা প্যাকেট খুলতেই ছিটকে সরে গেলেন মহিলা

অনলাইনে জিনিস কেনাকাটা তো অনেকেই করে থাকেন। এক্ষেত্রে অ্যামাজন একটা বড় নাম। অনলাইনে আসা এমন এক প্যাকেট খুলতেই মহিলার হাড় হিম হয়ে গেল।

অনলাইনে একটি এয়ার ফ্রায়ার অর্ডার করেছিলেন তিনি। অনলাইনে অর্ডার করলে সহজেই বাড়িতে বসে প্রয়োজনীয় জিনিসটি হাতে চলে আসে। দোকানে যাওয়ার ঝক্কি থাকেনা। সময়ও বাঁচে। সারাদিন বহু মানুষ অনলাইনে কেনাকাটা করে থাকেন।

অ্যামাজন অনলাইন কেনাকাটার ক্ষেত্রে বিশ্বজুড়েই প্রথমসারিতে থাকা নাম। সেই অ্যামাজনের একটি অনলাইনে আসা প্যাকেট যে এমন আতঙ্কের জন্ম দিতে পারে এটা ভাবতে পারেননি এক মহিলা।

বাড়িতে প্যাকেটটি চলে আসে। তাঁর পছন্দের এয়ার ফ্রায়ারটি প্যাকেট খুলে দেখার জন্য উদগ্রীব ছিলেন ওই মহিলা। তাই দেরি না করে খুলেও ফেলেন প্যাকেটটা।

কিন্তু প্যাকেট খুলে জিনিস বার করতে যেতেই বাক্সের মধ্যে যা তাঁর নজরে পড়ে তারপর তাঁর শিরদাঁড়া ধরে হিমস্রোত বয়ে যায়। আতঙ্কে ছিটকে প্যাকেট থেকে অনেক দূরে সরে যান তিনি।

সোফিয়া সেরানো নামে ওই মহিলা কলম্বিয়ার বাসিন্দা। তিনি বাক্সের মধ্যে এয়ার ফ্রায়ারের জায়গায় একটি টিকটিকি দেখতে পান। বাড়িতে যেমন টিকটিকি ঘোরে তেমনটা নয়। এ টিকটিকি ভয়ংকর দর্শন। কালচে এবং অতিকায়। স্প্যানিশ রক লিজার্ড নামেই পরিচিত এটি।

Colombia
বাক্সবন্দি টিকটিকি, ছবি – সৌজন্যে – এক্স – @sofiaserrano97

ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় সব জানিয়ে পোস্ট করেন। ছবিও দেন। তিনি তাঁর ভাষায় যা লেখেন তা তর্জমা করলে দাঁড়ায়, এটা অ্যামাজনের ভুল, নাকি যারা এনেছে তাদের ভুল তা পরিস্কার নয় তাঁর কাছে।

এদিকে খবর পাওয়ার পরই ব্যবস্থা নেয় অ্যামাজন। এমনটা অবশ্য নতুন নয়, ভারতেও অনলাইনে আসা প্যাকেট থেকে সাপের উঁকি মারার ঘটনা ঘটেছে। এবার টিকটিকি মিলল কলম্বিয়ায়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *