SciTech

একটি প্রাণির রক্ত সাদা রংয়ের, নামটা সকলের‌ খুব চেনা

এ এমন এক প্রাণি যার রক্তের রং সাদা হয়। এমনটা ভাবার কারণ নেই যে এ এমন প্রাণি যা সহজে দেখতে পাওয়া যায়না। সকলেই চেনেন এই প্রাণিকে।

রক্তের রং লাল বলেই জানেন সকলে। মানুষ বলে নয়, অন্য প্রাণিদের রক্তও লালই হয়। সেটার সঙ্গেই অভ্যস্ত সকলে। তাই রক্তের রং যদি লাল ছাড়া অন্য কোনও রংয়ের হয় তাহলে তো তা নিয়ে কৌতূহল হবেই।

একটি প্রাণির রক্ত কিন্তু সাদা। আর সে প্রাণি যে খুব সহজে দেখা যায়না, বিশেষ কোনও জায়গায় বা জঙ্গলে পাওয়া যায় এমনটাও নয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিশ্বের প্রায় সব মানুষেরই পরিচিত সে। এদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকায় এদের রক্ত বা তাদের শরীর থেকে নিঃসরিত রক্তের মত তরল সাদা হয়।

পৃথিবীর সবচেয়ে প্রাচীন প্রাণি এটি যারা এখনও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। গৃহস্থের বাড়ি থেকে দোকান, আনাচকানাচ, ফাঁকফোকর, যেখানেই নজর যায় সেখানেই আরশোলার দেখা মেলে। যাকে অনেকে তেলাপোকাও বলে থাকেন।

এই আরশোলার রক্ত সাদা রংয়ের হয়। এই প্রাণির দেহ থেকে লাল রক্ত বার হয়না। প্রাচীন নানা প্রাণির অস্তিত্ব অবলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। পাওয়া যায় তাদের জীবাশ্ম। কিন্তু আরশোলা প্রাচীনকাল থেকেই দিব্যি রয়ে গেছে।

প্রবল প্রাণশক্তি তাদের এই বিশ্ব থেকে অবলুপ্ত হতে দেয়নি। অনেক প্রাকৃতিক দুর্যোগ, অনেক গ্রহাণু, উল্কার অভিঘাত অনেক ধরনের প্রাণিকে পৃথিবী থেকে মুছে দিয়েছে। কিন্তু আরশোলা তারপরেও বেঁচে থেকেছে। তাদের রক্তের রং হয় সাদা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *