বড়দিনে ঘর সাজানোর আনন্দে মেতে ওঠা বাঙালির এটাই সেরা ঠিকানা
বড়দিন আসলে আট থেকে আশি সকলেই আনন্দে মেতে ওঠেন। কলকাতা চিরদিনই বড়দিনের উৎসবের মেজাজে মাতোয়ারা হয়। ঘর সেজে ওঠে রংবাহারি সাজে।
মৌসুমি গুহ মান্না, কলকাতা : ডিসেম্বরের শহরে এখন শুধুই উৎসবের হাতছানি। শহর জুড়ে শুরু হয়ে গেছে বড়দিনের প্রস্তুতি। কেক, পেস্ট্রি, কুকিজ খাওয়ার সাথেই খ্রিস্ট ধর্মাবলম্বীরা তো বটেই, সেই সঙ্গে সাধারণ বঙ্গবাসীও জাতি ধর্ম নির্বিশেষে এখন বড়দিনে ঘর সাজাতেও সমানভাবে আগ্রহী।
প্রতিবছরের মত এ বছরও ভিড় জমেছে কলকাতার নিউ মার্কেট চত্বরে। এক সময়ের হগ মার্কেট তথা এখনকার নিউ মার্কেট এবং লিন্ডসে স্ট্রিটের সামনের সিম্পার্ক মল চত্বর ঝলমলে হয়ে উঠেছে বড়দিনের ঘর সাজানোর হরেকরকম সামগ্রির পসরায়।
ঘর সাজানোর উপকরণের মধ্যে রয়েছে ক্রিসমাস ট্রি, সান্টাক্লজের মূর্তি, লাল সাদা সান্টা টুপি ও মোজা, রঙিন বল, উপহারের বাক্স, ঘণ্টা, তারা, রংচংয়ে ঝালর ইত্যাদি। ১০ টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দামের জিনিস রয়েছে বিক্রেতাদের কাছে।
রঙিন বল, উপহারের বাক্স, ঘণ্টা, তারা, ঝালর এগুলির দাম রয়েছে ১০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যে। ক্রিসমাস ট্রি এবং সান্টাক্লজের মূর্তি পাওয়া যাচ্ছে ১৫০ টাকা থেকে ৪০০০ টাকা দামের মধ্যে। সান্টা টুপি ও মোজার দাম ৩০ টাকা থেকে ৫০ টাকার মধ্যেই রয়েছে।
৪০ বছর ধরে নিউ মার্কেট চত্বরে বড়দিনের সাজসজ্জার ডালি নিয়ে বিক্রি করে একটি দোকান। যার মালিক শাবির জানালেন যে ব্যবসাটি শুরু করেছিলেন তাঁর দাদু। বর্তমানে তাঁদের তৃতীয় প্রজন্ম ব্যবসার দেখভাল করছেন। ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করেই এত বছর ধরে তাঁদের রুটিরুজির সংস্থান হচ্ছে।
বিগত বছরগুলির তুলনায় জিনিসের দাম এবার কিছুটা বেশি। তবে দোকানিদের কাছে বহু ধরনের পসরা থাকায় ক্রেতাদের থেকে ভালই সাড়া মিলছে।













