মায়ের বিয়ের হার দাঁতে কেটে টুকরো করল ৮ বছরের ছেলে, বন্ধুদের দিল উপহার
মায়ের বিয়ের হার। অবশ্যই তার মূল্য কেবল তা সোনার বলেই নয়, তার চেয়েও অনেক বেশি। সেই হার তাঁর ৮ বছরের ছেলে দাঁত দিয়ে কেটে টুকরো করে বন্ধুদের উপহার দিল।
যে কোনও মহিলার কাছে তাঁর বিয়ের হারের মূল্য অমূল্য। যা তিনি তাঁর মায়ের কাছ থেকে পেয়েছিলেন। সেই হারের এমন হালও যে হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। তাঁর হারটির সঙ্গে কি হয়েছে তা তিনি জানতেও পারেন প্রায় ১ মাস পর। ততক্ষণে তার যা দফারফা হওয়ার হয়ে গেছে।
অবশেষে তিনি জানতে পারেন তাঁর বিয়ের সেই হারটি তাঁর ৮ বছরের ছেলে ড্রয়ার থেকে সকলের অলক্ষ্যে বার করে নেয়। তারপর সেটিকে ছোট ছোট টুকরো করার চেষ্টা করে।
প্লাস দিয়ে চেনটি কাটার চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। তারপর সে দাঁত দিয়ে কেটে হারটি টুকরো করতে থাকে। ছোট ছোট টুকরো করে ফেলে হারটির। তারপর এক একটি টুকরো সে তার স্কুলের বন্ধুদের উপহার দেয়।
হারটির খোঁজ পড়ার পর না পেয়ে তাঁদের বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে ওই দম্পতি তাঁদের ছেলের কাণ্ড সম্বন্ধে জানতে পারেন। ওই ৮ বছরের বালক তার বাবা মাকে জানায় সে জানত না হারটি অত দামি। তাই সে এমনটা করেছে।
এদিকে ওই টুকরোগুলি উদ্ধার করার চেষ্টা করেন ওই দম্পতি। কিন্তু তার মাত্র কয়েকটি টুকরোই তাঁরা খুঁজে পেয়েছেন। কারণ তাঁদের সন্তান জানিয়েছে কয়েকটি টুকরো সে কাউকে দেয়নি। লুকিয়ে রেখেছে।
কিন্তু কোথায় লুকিয়েছে সেটা তারও মনে নেই। ঘটনাটি ঘটেছে পূর্ব চিনে। খবরটি সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমেই তা জায়গা করে নেয়।













